শনিবার (৩১ মার্চ) রাজধানীর র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনে হোটেলে ‘লাইটহাউজ বাংলাদেশ করপোরেট প্রোগ্রাম লিমিটেড’র আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ব্যবসায়িক ক্ষেত্রে কৌশল, উদ্ভাবন ও বাস্তবায়নের দক্ষতা বৃদ্ধিতে জ্ঞান ও ধারণার আদান-প্রদানে একটি বৈশ্বিক প্লাটফর্ম গড়ার জন্য এ সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনে লংকা বাংলা ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী খাজা শাহরিয়ার বলেন, ‘ব্যক্তিগত কিংবা প্রাতিষ্ঠানিক, জীবনের প্রতিটি ক্ষেত্রেই যোগ্য নেতৃত্ব সফলতার মূল চাবিকাঠি। আর ‘প্রকৃষ্টতা’ই যোগ্য নেতৃত্বের সবচেয়ে প্রয়োজনীয় গুণ। ’সম্মেলনে আরও বক্তব্য রাখেন গ্রামীণফোনের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার মাহমুদ হোসেন, মার্কস অ্যান্ড স্পেন্সার বিডি’র কান্ট্রি হেড স্বপ্না ভৌমিক এবং ইস্টার্ন ব্যাংক লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হাসান ও. রশিদ।
সম্মেলনে ‘কৌশলগত উৎকর্ষ’, ‘বাস্তবায়নগত উৎকর্ষ’, ‘ব্যক্তিগত উৎকর্ষ’ এবং ‘উদ্ভাবনের উৎকর্ষ’র মতো বৈচিত্র্যময় চারটি বিষয়ের ওপর প্যানেল আলোচনা হয়।
আলোচক ছিলেন ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শেহজাদ মুনিম, মাস্টার কার্ডের কান্ট্রি ম্যানেজার সৈয়দ এম কামাল, ব্র্যাকের জ্যেষ্ঠ পরিচালক আসিফ সালেহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক শিবলি রুবাইয়াত-উল-ইসলাম প্রমুখ।
প্রশ্নোত্তর পর্বে ছিলেন রবি আজিয়াটা লিমিটেডের প্রধান নির্বাহী ও এমডি মাহতাব উদ্দিন আহমেদ, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের এমডি ও প্রধান নির্বাহী আনিস এ খান, বাংলাদেশ ফেডারেশন অব উইমেন এন্টারপ্রেনিয়ার্সের প্রেসিডেন্ট রোকেয়া আফজাল রহমান। সঞ্চালক হিসেবে ছিলেন লাইটহাউজ বাংলাদেশের প্রধান নির্বাহী নাজমুস আহমেদ আলবাব।
সম্মেলনে আর্থিক সেবাখাত (ব্যাংকিং ও অ-ব্যাংকিং), স্থানীয় ও বহুজাতিক করপোরেশন এবং বেসরকারি ও সরকারি নানা সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।
বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৮
এসএ/এইচএ/