ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বরিশালে দেড়কোটি টাকার রাজস্ব আদায়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৮ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৮
বরিশালে দেড়কোটি টাকার রাজস্ব আদায় বরিশালে দেড়কোটি টাকার রাজস্ব আদায়

ব‌রিশাল: বরিশাল কর অঞ্চল প্রধান কার্যলয়ের রাজস্ব হালখাতা অনুষ্ঠানে ৩ শতাধিক করদাতার কাছ থেকে এক কোটি ৫৫ লাখ টাকার বকেয়া রাজস্ব কর আদায় হয়েছে।

এর মধ্যে উপ-কর কমিশনার আবুল কালাম আজাদের তত্ত্বাবধায়নের থাকা সার্কেল (২) থেকে ৪৪ লাখ ৯০ হাজার ৫১৭ টাকার সর্বোচ্চ রাজস্ব কর আদায় হয়েছে।

এছাড়া বিভাগের ভোলা, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা ও ঝালকাঠী কর সার্কেল থেকে বকেয়া কর রাজস্ব আদায় হয়েছে ৫৩ লাখ ৬৪ হাজার ৫৪৭ টাকা।

সোমবার (১৬ এপ্রিল) উপ-কর কমিশনার আবুল কালাম আজাদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।  

তিনি বলেন, শুধু কর আদায় নয় এবারের রাজস্ব হালখাতা বৈশাখী আয়োজনে ছিলো বৈশাখী আপ্যায়ন, উপহারসহ নানান আয়োজন। আর করদাতা ও আদায়কারীদের বাড়তি আনন্দ যোগাতে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে।

বরিশাল কর অঞ্চল কার্যলয় লাচিন ভবন প্রাঙ্গণে রোববার (১৫ এপ্রিল) সকালে ফিতা কেটে হাল খাতার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বরিশাল কর অঞ্চল প্রধান মো. মকবুল হোসেন পাইক।

বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৮
এমএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।