শুক্রবার (২৬ এপ্রিল) দুপুর ১২টায় মহানগরীর গ্লোকমনি পার্কে প্রধান অতিথি থেকে এ ফেস্টের উদ্বোধন করেন খুলনা-২ আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিজান।
উদ্বোধনের আগে মেলা উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
ভোজনবিলাসীরা নানা ধরনের খাবারের স্বাদ নিতে পারবেন মেলা থেকে। মেলার মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দেশের শীর্ষ অনলাইন নিউজপোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কম।
খুলনা ফুড ব্লগারসের পরিচালক মাহফুজ-বিন-মঈন স্বপ্নীল বাংলানিউজকে বলেন, দেশি-বিদেশি বিভিন্ন খাবার নিয়ে খুলনায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে ব্যতিক্রমধর্মী ফুড ফেস্ট। রেস্টুরেন্টসহ হোম সেফরা মেলায় আগতদের চাহিদা মতো খাবার তাৎক্ষণিকভাবে তৈরি করে পরিবেশন করবেন।
তিনি বলেন, আশা করছি তুলনামূলক সাশ্রয়ী মূল্যে বিভিন্ন অফার পেয়ে প্রতিদিনই ফুডিজদের ভিড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হবে এখানে। মেলা চলাকালীন সময়ে বন্ধুবান্ধব, প্রিয়জন আর ফ্যামিলি নিয়ে অনেকেই এই সময়ে উপভোগ করতে পারবেন চমৎকার অফারগুলো।
বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৮
এমআরএম/জেডএস