ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সাতক্ষীরায় বোরো চাল সংগ্রহের কর্মসূচি উদ্বোধন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৬ ঘণ্টা, মে ৯, ২০১৮
সাতক্ষীরায় বোরো চাল সংগ্রহের কর্মসূচি উদ্বোধন ফিতা কেটে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন

সাতক্ষীরা: সাতক্ষীরায় চলতি বোরো মৌসুমে সরকারি বরাদ্দের চাল সংগ্রহের কর্মসূচি উদ্বোধন করেছেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ ইফতেখার হোসেন।

বুধবার (৯ মে) সকাল সাড়ে ১০টায় জেলা খাদ্য গুদাম চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে তিনি এ কর্মসূচির উদ্বোধন করেন।  

উদ্বোধনীয় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা খাতুন, জেলা ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা জাকির হোসেন, জেলা মিল মালিক সমিতির সহ-সভাপতি আব্দুল খালেক, আব্দুল গফ্ফার, মশিউর রহমান প্রমুখ।

 

এসময় জানানো হয়, চলতি মৌসুমে সাতক্ষীরা জেলা থেকে চার হাজার মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে।  

বাংলাদেশ সময়: ১২৩৬ ঘণ্টা, মে ০৯, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।