ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

যাত্রা করলো ইউএস-বাংলার ইউএসবি এক্সপ্রেস 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৬ ঘণ্টা, জুন ২, ২০১৮
যাত্রা করলো ইউএস-বাংলার ইউএসবি এক্সপ্রেস 

ঢাকা: ব্যবসায়িক কার্যক্রম শুরু করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্সের সহযোগী প্রতিষ্ঠান অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিস সেবা ইউএসবি এক্সপ্রেস। 

শনিবার (০২ জুন) ইউএসবি এক্সপ্রেসের পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, পণ্যের যথাযথ নিরাপত্তা প্রদান, টেকনোলজিক্যালি পণ্যের অবস্থান নিশ্চিতকরণ, দ্রুততম সময়ে নির্ধারিত গন্তব্যে পণ্য পৌঁছানোর প্রত্যয় নিয়ে কার্যক্রম শুরু করছে ইউএসবি এক্সপ্রেস।

তুলনামূলক কম খরচে, সঠিক মান বজায় রেখে গ্রাহককে এ সেবা দেওয়া হচ্ছে।  

রাজশাহী অঞ্চলের আমের চাহিদা এখন দেশজুড়ে। আর সেই আম মাঠ থেকে ভোক্তার হাতে পৌঁছাতে ইউএসবি এক্সপ্রেস কাজ করছে। প্রাথমিকভাবে উত্তরবঙ্গের বিভাগীয় শহর রাজশাহী আর সুমিষ্ট আমের চারণভূমি খ্যাত চাঁপাইনবাবগঞ্জ থেকে গ্রাহকের চাহিদা অনুযায়ী রাজধানী ঢাকার বিভিন্ন গন্তব্যে অতি অল্পসময়ে পৌঁছে দেওয়া হচ্ছে।  

আগামী ১ জুলাই থেকে ৬৪ জেলা শহরে ইউএসবি এক্সপ্রেসের নিজস্ব অফিস, ফ্র্যাঞ্চাইজি ও এজেন্টের মাধ্যমে কার্যক্রম শুরু হবে। প্রেসবিজ্ঞপ্তিতে ইউএসবি এক্সপ্রেস কর্তৃপক্ষ বলছে, ইউএসবি এক্সপ্রেস বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের পণ্য অন্যান্য প্রতিষ্ঠানের কাছে স্থানান্তর, কাস্টমারদের কাছে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের পণ্য এবং কাস্টমারদের পণ্য অন্যান্য কাস্টমারদের কাছে স্থানান্তরে কাজ করছে।
 
বিস্তারিত তথ্য জানতে ও আপনার পণ্যের বুকিং দিতে যোগাযোগ করুন- রাজশাহীর বোয়ালিয়া- ০১৭১৬৫৩৬০২১, বানেশ্বর- ০১৭১৬৭৩১৯৫২ ও চাঁপাইনবাবগঞ্জের শান্তির মোড়-০১৯১৭১১৭১৪৮ এবং রাজধানী ঢাকায়-০১৭০১২০৭৮৬২।

উল্লেখ্য, ইউএস-বাংলা এয়ারলাইন্সের অন্যতম সহযোগী প্রতিষ্ঠান ইউএসবি এক্সপ্রেস। ইউএস-বাংলা গ্রুপের অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে ইউএস-বাংলা এসেটস, গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ইউএস-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতাল, ইউএস-বাংলা লেদার ইন্ডাস্ট্রিজ, ইউএস-বাংলা ফুটওয়্যার কোম্পানি, ইউএস-বাংলা হাইটেক ইন্ডাস্ট্রিজ উল্লেখযোগ্য।  

বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, জুন ০২, ২০১৮
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।