বৃহস্পতিবার (২১ জুন) দুপুরে পৌরসভা ভবনে আয়োজিত বাজেট অধিবেশনে নতুন কোনো কর আরোপ ছাড়াই এ বাজেট ঘোষণা করেন পৌর মেয়র আওলাদ হোসেন খান।
বাজেটে পৌরসভার শেখ রাসেল শিশু পার্ক নির্মাণ ও জমি অধিগ্রহণ বাবদ ১১ কোটি ৭৫ লাখ টাকা ধরা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার সচিব মোকলেছুর রহমান, প্রকৌশলী মামুন-অর রশিদ, কাউন্সিলর মিলু খান, হানিফ খালাসী, আক্তার হোসেন খান, মলি রায়, অহিদুজ্জামান শাকিল খান, আজিজুর রহমান, নওয়াব বেপারী, রাজা মিয়া প্রমুখ।
বাজেটে নিজস্ব রাজস্ব তহবিল থেকে আয় ৬ কোটি ৬ লাখ ১০ হাজার ও ব্যয় ৫ কোটি ৮২ লাখ ৮০ হাজার, উন্নয়ন তহবিল থেকে আয় ৪৪ কোটি ২৯ লাখ ৫০ হাজার ও ব্যয় ৪৪ কোটি ৬ লাখ ৫০ হাজার টাকা ধরা হয়েছে।
সর্বমোট বাজেট ৫০ কোটি ৩৫ লাখ ৬০ হাজার টাকা। এর মধ্যে ৪৯ কোটি ৮৮ লাখ ৮০ হাজার টাকা মোট ব্যয় এবং ৪৬ লাখ ৮০ হাজার টাকা উদ্বৃত্ত দেখানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, জুন ২১, ২০১৮
এসআরএস