ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

নালিতাবাড়ী পৌরসভার ২০ কোটি টাকার বাজেট ঘোষণা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৭ ঘণ্টা, জুন ২৮, ২০১৮
নালিতাবাড়ী পৌরসভার ২০ কোটি টাকার বাজেট ঘোষণা

শেরপুর: নতুন কোনো কর আরোপ ছাড়াই নালিতাবাড়ী পৌরসভার ২০১৮-১৯ অর্থবছরের জন্য ২০ কোটি ৪ লাখ ৮০ হাজার ৬৪৫ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

এরমধ্যে রাজস্ব ও উন্নয়ন খাতে র্সবমোট আয় ধরা হয়েছে ২০ কোটি ৪ লাখ ৬৪৫ টাকা ও ব্যয় ধরা হয়েছে ২০ কোটি ২ লাখ ৫০ হাজার টাকা। বাজেটে উদ্বৃত্ত দেখানো হয়েছে ২ লাখ ৩০ হাজার ৬৪৫ টাকা।


বৃহস্পতিবার (২৮ জুন) দুপুরে পৌরসভার অস্থায়ী কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ বাজেট ঘোষণা করনে পৌর মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবু বক্কর সিদ্দিক।  

এ সময় লাল মোহাম্মদ শাহজাহান, মান্নান সোহেল, জাহাঙ্গীর আলম তালুকদার, মঞ্জুরুল আহসান, মনিরুল ইসলাম, ব্যবসায়ী তপন দে, প্যানেল মেয়র সরঞ্জিত সরকার বাবলু, শিক্ষিকা লাইলুন নাহার প্রমুখ উপস্থিত ছিলেন।  
বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, জুন ২৮, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।