ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ঢাকা-টঙ্গী, টঙ্গী-জয়দেবপুর ডাবল লাইন নির্মাণে চুক্তি 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩০ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৮
ঢাকা-টঙ্গী, টঙ্গী-জয়দেবপুর ডাবল লাইন নির্মাণে চুক্তি 

ঢাকা: ঢাকা-টঙ্গী তৃতীয় ও চতুর্থ এবং টঙ্গী-জয়দেবপুর দ্বিতীয় ডুয়েলগেজ রেললাইন নির্মাণে চুক্তি সই অনুষ্ঠিত হয়েছে। ভারতের লাইন অব ক্রেডিটের অর্থায়নে এ রেললাইন দু’টি নির্মিত হবে। 

ভারতীয় প্রতিষ্ঠান অ্যাফকন্স এবং কল্পতরু পাওয়ার ট্রান্সমিশন লিমিটেড (কেপিটিএল) যৌথভাবে লাইন নির্মাণে কাজ করবে।  

মঙ্গলবার (২৪ জুলাই) রেলভবনে বাংলাদেশ রেলওয়ের সঙ্গে কোম্পানি দু’টির চুক্তি সই হয়েছে।

 

চুক্তিতে বাংলাদেশ  রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (আই) কাজী মো. রফিকুল আলম এবং অ্যাফকন্সের ভাইস প্রেসিডেন্ট অনুপ কুমার গুরু নিজ নিজ পক্ষে সই করেন।

চুক্তি অনুযায়ী, ৩৬ মাসের মধ্যে কাজ শেষ করবে নির্মাণকারী প্রতিষ্ঠান। এ ব্যয় ধরা হয়েছে বাংলাদেশি টাকায় ১ হাজার ৩৯৩ কোটি ৭৮ লাখ ৯০ হাজার টাকা।  

চুক্তি সই অনুষ্ঠানে রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক বলেন, এই প্রকল্পটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন ঢাকা থেকে টঙ্গী পর্যন্ত ঢোকা ও বের হবার জন্য দুটি রুট ব্যবহার করতে হয়। আরও দুটি লাইন হলে কম সময়ের ব্যবধানে ট্রেন চলাচল করতে পারবে। এতে অধিক হারে যাত্রী পরিবহন করা যাবে।

এ সময় তিনি আরো জানান, এলওসির অর্থায়নে আগামীতে বগুড়া-সিরাজগঞ্জ, খুলনা-দর্শনা ডাবল লাইন, পার্বতীপুর-কাউনিয়া রেল লাইন নির্মাণ, সৈয়দপুর ওয়ার্কশপ নির্মাণ করা হবে।  

অনুষ্ঠানে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. মোফাজ্জেল হোসেন, মহাপরিচালক মো. আমজাদ হোসেন, ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধি, অর্থায়নকারী ভারতীয় এক্সিম ব্যাংক প্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৮
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।