‘আমি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি। এ মন্ত্রণালয়ের কোনো প্রকল্পে যদি দুর্নীতি হয়ে থাকে তাহলে আমাকে বলুন, আমি দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেবো।
মঙ্গলবার (২৪ জুলাই) বিকেলে জাতীয় মৎস্য সপ্তাহের মূল্যায়ন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মীর শওকাত আলী বলেন, ‘সরকারি চাকরিজীবীরা প্রজাতন্ত্রের কর্মচারী। মানুষের সেবা করার জন্যই তাদের সরকার বিভিন্ন সুযোগ-সুবিধা দিয়ে থাকে। এছাড়াও সরকারি কর্মকর্তাদের জনগণের সেবা দিতে সব সময় অর্থ ও লোভ লালসা মুক্ত থাকাতে হবে। ’
বাগেরহাট সদর উপজেলার বৈটপুর চিংড়ি গবেষণা কেন্দ্র মিলানায়তনে অনুষ্ঠিত জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- মৎস্য অধিদফতর খুলনার উপ-পরিচালক রণজিৎ কুমার পাল, চিংড়ি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. কামাল উদ্দিন আহমেদ, জেলা মৎস্য কর্মকর্তা মো. জিয়া উদ্দিন হায়দার চৌধুরী।
ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. শাহিন হোসেনর সভাপতিত্বে অনুষ্ঠানে জেলার দুই শতাধিক মৎস্যচাষি ও মৎস্যজীবী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে সফল বাগদা চিংড়ি উৎপাদনকারী ফাহিম অ্যাকোয়া পার্কের স্বত্বাধিকারী পান্নু, সফল গলদা চিংড়ি উৎপাদনকারী ফকিরহাটের আব্দুল্লাহ আল মামুন, সফল তেলাপিয়া উৎপাদনকারী শেখ আব্দুল মান্নান, সফল রুই জাতীয় মাছ উৎপাদনকারী মো. নুরুল ইসলাম শেখ, সফল কাকড়া উৎপাদনকারী কাকলী রানী ভান্ডারী, মৎস্য ও চিংড়ি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান বিসমিল্লাহ ফিড মিলস লিমিটেড এবং চিংড়ি চাষি সংগঠক ফকির মহিতুল ইসলাম ওরফে সুমনকে মৎস্য অধিদফতরের পক্ষ থেকে সম্মাননা স্মারক দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৮
জিপি