মঙ্গলবার (২৪ জুলাই) বিকেলে সচিবালয়ে অনুষ্ঠিত জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে তিনি এ তাগিদ দেন।
জেলা প্রশাসক সম্মেলনে অর্থ মন্ত্রণালয়ের বিষয় সম্পর্কিত কার্য-অধিবেশন শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।
অর্থমন্ত্রী মুহিত বলেন, প্রকল্পের ক্ষেত্রে অর্থের কোনো সমস্যা নেই। জুলাই মাস থেকেই প্রকল্প পরিচালকরা অর্থ ছাড় করতে পারবেন। তবে উন্নয়ন কার্যক্রম গতিশীল করতে জেলা প্রশাসকদের (ডিসি) কার্যকর ভূমিকা থাকতে হবে।
সম্মেলনে জেলা প্রশাসকরা বলেছেন—ট্রেজারি ভবনে কর্মকর্তা-কর্মচারীদের বসার জায়গা অপ্রতুল। প্রতিটি জেলায় ট্রেজারি ভবন পুরনো ও একতলা।
এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথা জানিয়ে অর্থমন্ত্রী বলেন, ধীরে ধীরে ট্রেজারি ভবনগুলোর উন্নয়ন করা হবে।
বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৮
আরএম/এমএ/