বৃহস্পতিবার (২ আগস্ট) দুপুরে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান দারাজ কর্তৃপক্ষ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, অনলাইন মার্কেটপ্লেস দারাজ চতুর্থ বর্ষপূর্তিতে আয়োজন করেছে বিশাল অ্যানিভার্সারি অনলাইন সেল।
দারাজ বর্ষপূর্তি ক্যাম্পেইন চলাকালীন ১২টি ফ্ল্যাশ সেলের আয়োজন করা হবে। থাকবে নানা ধরনের আকর্ষণীয় ডিসকাউন্ট ভাউচার 'গেজ দ্যা কোড', 'ডাবল টাকা ভাউচার' এবং 'আই লাভ ভাউচার'।
বিকাশ পেমেন্টে থাকছে ২০% ডিসকাউন্ট এবং ক্যাম্পেইনের বিশেষ আকর্ষণ হিসেবে থাকেব '৪ টাকা ডিল' ও 'সারপ্রাইজ বক্স'। একটি দুই হাজার টাকা মূল্যের বক্সে পাওয়া যেতে পারে চার হাজার টাকার পণ্যও।
আয়োজনে দারাজ বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ মোস্তাহিদুল হক দারাজের চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানান। এসময় তিনি দারাজ ওয়েবসাইট ও মোবাইল অ্যাপে আমন্ত্রণ জানিয়ে বলেন, গ্রাহকদের আস্থা এবং প্রেরণা আমাদের পথ চলার সবথেকে বড় শক্তি। তাই আমরা এ সময়টাতে ক্রেতাদের জন্য আরো বেশি আকর্ষণ রাখতে চাই।
তিনি বলেন, বাংলাদেশে ই-মার্কেটিং ধীরে ধীরে বড় হচ্ছে। আগামী অল্প কিছুদিনের মধ্যেই অনলাইনে শপিং আরো বেশি বিস্তৃত হবে বলে আশা করি।
অনুষ্ঠানে দারাজ বাংলাদেশের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা এবং অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, আগস্ট ০২, ২০১৮
এইচএমএস/এসএইচ