ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

‘ভারতীয় গরু না আসায় বাংলাদেশ লাভবান’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৫ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৮
‘ভারতীয় গরু না আসায় বাংলাদেশ লাভবান’ গাবতলীত পশুর হাট

ঢাকা: ভারত থেকে গরু না আশায় বাংলাদেশ লাভবান হয়েছে উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, গরু রপ্তানিতে ভারত কঠোরভাবে নিষেধাজ্ঞা আরোপ করায় বাংলাদেশে গরু উৎপাদন বেড়েছে। ফলে দেশের খামারি ও গৃহস্থ লাভবান হয়েছে।

রোববার (১৯ আগস্ট) গাবতলীতে পশুর হাট পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

 

মন্ত্রী বলেন, ‘এখন গরুর জন্য আমরা কোনো দেশের ওপর নির্ভর করি না। ফলে এক দিকে যেমন আমরা স্বাবলম্বী হচ্ছি। অন্যদিক থেকে গরু আমদানি নির্ভরতা কমে এসেছে। গরু আমদানি এক সময় শূন্যের ঘরে চলে আসবে। ’

কোরবানিতে পশুর সংকট হবে না জানিয়ে তিনি বলেন, ‘দেশে প্রায় দেড় কোটি কোরবানিযোগ্য পশু রয়েছে’।

গাবতলীর পশুর হাটে দেশি গরুর বিপুল সরবরাহ দেখে সন্তোষ প্রকাশ করেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী।

বাংলাদেশ সময়: ২৩১৫ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৮
এমআইএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।