রোববার (১৯ আগস্ট) গাবতলীতে পশুর হাট পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
মন্ত্রী বলেন, ‘এখন গরুর জন্য আমরা কোনো দেশের ওপর নির্ভর করি না। ফলে এক দিকে যেমন আমরা স্বাবলম্বী হচ্ছি। অন্যদিক থেকে গরু আমদানি নির্ভরতা কমে এসেছে। গরু আমদানি এক সময় শূন্যের ঘরে চলে আসবে। ’
কোরবানিতে পশুর সংকট হবে না জানিয়ে তিনি বলেন, ‘দেশে প্রায় দেড় কোটি কোরবানিযোগ্য পশু রয়েছে’।
গাবতলীর পশুর হাটে দেশি গরুর বিপুল সরবরাহ দেখে সন্তোষ প্রকাশ করেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী।
বাংলাদেশ সময়: ২৩১৫ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৮
এমআইএস/জিপি