মঙ্গলবার (০২ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রবাসীদের পাঠানো অর্থের বড় উৎস মধ্যপ্রাচ্য।
ফলে সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের নেওয়া নানা উদ্যোগের পরও আশানুরূপ রেমিট্যান্স আসছে না। তাই প্রবাসী আয়কে ইতিবাচক ধারায় ফিরাতে রেমিট্যান্স পাঠানোর খরচ কমানোর পাশাপাশি বিভিন্ন প্রণোদনা দেওয়ার প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি বছরের নবম মাস সেপ্টেম্বরে দেশে ১১২ কোটি ৭৩ লাখ ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। যা আগের মাস আগস্টের চেয়ে ২৮ কোটি ডলার কম। আগস্টে রেমিট্যান্স এসেছিল ১৪১ কোটি ১০ লাখ ডলার। সে হিসেবে এক মাসের ব্যবধানে রেমিট্যান্স কমেছে ২৮ কোটি ৩৭ লাখ ডলার বা ২০ শতাংশ কম।
এদিকে, মাসের ব্যবধানে রেমিট্যান্স কমলেও বেড়েছে বছরের ব্যবধানে। পয়েন্ট টু পয়েন্টে সেপ্টেম্বরে রেমিট্যান্স বেড়েছে ২৭ কোটি ডলার। ২০১৭ সালের সেপ্টেম্বরে প্রবাসীরা ৮৫ কোটি ৬৮ লাখ ডলার পাঠিয়েছিলেন।
বাংলাদেশ সময়: ২৩০২ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৮
এসই/আরবি/