বুধবার (০৩ অক্টোবর) বিকেলে নটরডেম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন: অর্জন ও সম্ভাবনা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, আগামীতে যে সরকারই ক্ষমতায় আসুক, দেশের অর্থনৈতিক উন্নয়নে কোনো বাধা সৃষ্টি হবে না।
মুহিত বলেন, দেশে বর্তমানে প্রতিবছর ২০ লাখ মানুষের কর্মসংস্থান প্রয়োজন হয়। এর মধ্যে ৫ লাখ মানুষ কাজ নিয়ে বিদেশে চলে যায়। গত বছর প্রায় ১০ লাখ মানুষ কাজ নিয়ে বিদেশে চলে গেছে।
অর্থমন্ত্রী বলেন, কৃষি ও শিল্পের সম্প্রসারণ এবং পণ্যের বহুমুখীকরণ নিয়ে কাজ করে যাচ্ছে সরকার। আমাদের লক্ষ্যমাত্রা অনুযায়ী প্রতি বছর দুই শতাংশ দারিদ্র্য বিমোচন করা হয়েছে।
নটরডেম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফাদার প্যাট্রিক ড্যানিয়েল গ্যাফনির সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ফজলে কবির।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন নটরডেম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান আজিজুর রহমান।
বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৮
এসই/জেডএস