বুধবার (০৭ নভেম্বর) বিকেল ৩টায় রাজধানীর শেরে বাংলানগরের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ প্রকল্প উত্থাপন করা হয়েছে। এতে সভাপতিত্ব করছেন একনেক চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈঠকে শেহাবিসহ মোট ২৫টি প্রকল্পের উত্থাপন করা হয়। এসব মোট ব্যয় ধরা হয়েছে ২৬ হাজার ৪৮৫ কোটি ৩০ লাখ টাকা। এর মধ্যে সরকার দেবে ২১ হাজার ৪৩৯ কোটি ৩৯ লাখ টাকা, সংস্থার নিজস্ব তহবিল ৫৩৯ কোটি ১৭ লাখ টাকা এবং ৪ হাজার ৫০৬ কোটি ৭৪ লাখ টাকা বৈদেশিক সহযোগিতা হিসেবে পাওয়া যাবে।
একনেক সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের বিষয়টি ব্রিফ করবেন।
বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৮
এমআইএস/এমএ