ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়সহ একনেকে ২৫ প্রকল্প উত্থাপন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৩ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৮
শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়সহ একনেকে ২৫ প্রকল্প উত্থাপন একনেক সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: পিআইডি

ঢাকা: নেত্রকোণা জেলায় প্রতিষ্ঠিত হচ্ছে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় (শেহাবি)। ২ হাজার ৬৩৭ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে এ প্রকল্পটি ২০১৯ সালের জানুয়ারি থেকে শুরু হয়ে ২০২১ সালের ডিসেম্বরে বাস্তবায়ন করা হবে। 

বুধবার (০৭ নভেম্বর) বিকেল ৩টায় রাজধানীর শেরে বাংলানগরের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ প্রকল্প উত্থাপন করা হয়েছে।  এতে সভাপতিত্ব করছেন একনেক চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈঠকে শেহাবিসহ মোট ২৫টি প্রকল্পের উত্থাপন করা হয়। এসব মোট ব্যয় ধরা হয়েছে ২৬ হাজার ৪৮৫ কোটি ৩০ লাখ টাকা। এর মধ্যে সরকার দেবে ২১ হাজার ৪৩৯ কোটি ৩৯ লাখ টাকা, সংস্থার নিজস্ব তহবিল ৫৩৯ কোটি ১৭ লাখ টাকা এবং ৪ হাজার ৫০৬ কোটি ৭৪ লাখ টাকা বৈদেশিক সহযোগিতা হিসেবে পাওয়া যাবে।  
 
একনেক সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের বিষয়টি ব্রিফ করবেন।   

বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৮
এমআইএস/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।