ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রংপুরে বসুন্ধরা সিমেন্ট সেক্টরের হেমন্ত উৎসব

বেরোবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২২ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৮
রংপুরে বসুন্ধরা সিমেন্ট সেক্টরের হেমন্ত উৎসব রংপুরে বসুন্ধরা সিমেন্ট সেক্টরের হেমন্ত উৎসব

রংপুর: রংপুরে পালিত হলো বসুন্ধরা গ্রুপের ‘হেমন্ত উৎসব’। দেশের সিমেন্ট সেক্টরে আস্থার প্রতীক বসুন্ধরা সিমেন্ট ও কিং ব্র্যান্ড সিমেন্টের উদ্যোগে শনিবার (১৭ নভেম্বর)  রংপুরের বিনোদন স্পট ভিন্ন জগতে এ উৎসবের আয়োজন করা হয়।

প্রধান অতিথি হিসেবে এ উৎসবের উদ্বোধন করেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর।

রংপুর বিভাগের আট জেলার পরিবেশকদের উপস্থিতিতে হেমন্ত উৎসবে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

এতে এ সেক্টরের ব্যবসায়িক বিভিন্ন বিষয় নিয়ে মতামত ব্যক্ত করেন তারা। এ ছাড়াও এতে বিভিন্ন ধরনের প্রতিযোগিতে অনুষ্ঠিত হয়।

পরে বিকেলে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের সিএফও তোফায়েল হোসেন, সিমেন্ট সেক্টরের চিফ মার্কেটিং অফিসার (সিএমও) খন্দকার কিংশুক হোসেন, সেক্রেটারি, ম্যানেজিং ডিরেক্টর, মাকসুদুর রহমান, সিইও ওয়ার্ল্ড ইরা সিপিং ক্যাপ্টেন (অব.) নাজমুল হক, বসুন্ধরা গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর অ্যাডভোকেট জামাল হোসেন মিয়া, কিং ব্রান্ড সিমেন্টের জেনারেল ম্যানেজার (অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স) পিজিরুল ইসলাম, বসুন্ধরা সিমেন্টের জেনারেল ম্যানেজার (অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স) নুরে আলম সিদ্দিকী, কিং ব্রান্ড সিমেন্টের ডিজিএম (সেলস) আব্দুল লতিফ, এজিএম (সেলস) মাসুম বিল্লাহ, এজিএম (ব্রান্ড) আশিকুর রহমান আশিক, বসুন্ধরা সিমেন্টের সিনিয়র ম্যানেজার (সেলস) আশিক আহমেদ, ম্যানেজার (মার্কেটিং ফাংশন) সাইফুল ইসলাম রুবেল, ম্যানেজার (ব্রান্ড) শামীম আল মামুনসহ রংপুর বিভাগের প্রায় দুইশ জন পরিবেশক অংশগ্রহণ করেন।  

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৮
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।