ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

শতকোটি টাকা দেনা নিয়ে রাজশাহী চিনিকলে আখ মাড়াই শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৭ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৮
শতকোটি টাকা দেনা নিয়ে রাজশাহী চিনিকলে আখ মাড়াই শুরু রাজশাহী চিনিকলে আখ মাড়াই

রাজশাহী: শতকোটিরও বেশি টাকা দেনার বোঝা মাথায় নিয়ে রাজশাহী চিনিকলে এ মৌসুমের আখ মাড়াই শুরু হলো।

শুক্রবার (২৩ নভেম্বর) বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আখ মাড়াইয়ের উদ্বোধন করেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের প্রধান প্রকৌশলী আবদুর রউফ খান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আশফাকুর রহমান।

অনুষ্ঠানে আখচাষি সমিতির সভাপতি ইয়াসিন আলী, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রতন ও চিনিকল কর্মচারী ইউনিয়নের সভাপতি আফাজ উদ্দিনসহ বিভিন্ন এলাকার চাষিরাও উপস্থিত ছিলেন।

চলতি মৌসুমে চিনিকলে ১ লাখ ১০ হাজার মেট্রিক টন আখ মাড়াইয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। আগামী ৬৭ দিন এ আখ মাড়াই চলবে।  

চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৮ হাজার ২৫০ মেট্রিক টন। আখ থেকে চিনি আহরণের লক্ষ্যমাত্রা সাড়ে ৭ শতাংশ।  

মিলগেটে এবার চাষিদের কাছ থেকে ১৪০ টাকা মণ দরে আখ কেনা হচ্ছে।

চিনিকল সূত্রে জানা গেছে, গত মৌসুমের ৬৭ দিনে ৯৩ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৫ হাজার ৪৪৮ মেট্রিক টন চিনি উৎপাদন হয়।  

ওই মৌসুমে আখ থেকে চিনি আহরণের হার ছিল ৫ দশমিক ৮৫ শতাংশ। এ মুহূর্তে রাজশাহী চিনিকলে ৬ হাজার মেট্রিক টন চিনি অবিক্রিত অবস্থায় পড়ে আছে। অব্যাহত লোকসানে চিনিকলের দেনার পরিমাণ শতকোটি টাকারও বেশি।

বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৮
এসএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।