ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সম্মাননা পেলেন বরিশালের সর্বোচ্চ ভ্যাট প্রদানকারীরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৩ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৮
সম্মাননা পেলেন বরিশালের সর্বোচ্চ ভ্যাট প্রদানকারীরা অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা

বরিশাল: ‘ভ্যাট দিচ্ছে জনগণ দেশের হচ্ছে উন্নয়ন’- স্লোগানে জাতীয় ভ্যাট দিবস উপলক্ষে তিনটি ক্যাটাগরিতে বিভাগের সর্বোচ্চ ১৫ ভ্যাট প্রদানকারীকে সম্মাননা দেওয়া হয়েছে।

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট খুলনার আয়োজনে বুধবার (১২ ডিসেম্বর) বেলা ১২টায় বরিশাল নগরের হোটেল গ্রান্ড পার্কের সাউথ গেট বলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট খুলনার কমিশনার মো. মোস্তবা আলীর সভাপতিত্বে সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোশারফ হোসেন।

 

সরকারি বরিশাল কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক এটিএম কামরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল কর অঞ্চলের কর কমিশনার মকবুল হোসেন পাইক, সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাটের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ রাশেদুল আলমসহ অন্য অতিথিরা

অনুষ্ঠানে সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী সবাইকে সম্মাননা হিসেবে  ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৮
এমএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।