ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

পুঁজিবাজার সংশ্লিষ্ট ৫ সংসদ সদস্যকে ডিবিএর অভিনন্দন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৬ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৯
পুঁজিবাজার সংশ্লিষ্ট ৫ সংসদ সদস্যকে ডিবিএর অভিনন্দন ডিবিএ লোগো

ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হওয়ায় আহসানুল ইসলামকে (টিটু) অভিনন্দন জানিয়েছে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) পরিচালনা পর্ষদ। 

টিটু ডিবিএ’র প্রতিষ্ঠাতা আহ্বায়ক এবং ঢাক‍া স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সাবেক প্রেসিডেন্ট।

ডিবিএর প্রেসিডেন্ট শাকিল রিজভী সংগঠনের পক্ষ থেকে এ অভিনন্দন জানিয়েছেন।

বৃহস্পতিবার (০৩ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, একই সঙ্গে একাদশ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় ডিবিএ উপদেষ্টামণ্ডলীর আহ্বায়ক ও সদস্য কাজী ফিরোজ রশীদ, সদস্য শফিকুর রহমান,আবদুস সালাম মুর্শেদী এবং আব্দুল মুমিন মণ্ডলকে স্বাগত জানাই।

আরও বলা হয়, পুঁজিবাজারে অভিজ্ঞ ও দূরদর্শী সম্পন্ন ব্যক্তিরা জনপ্রতিনিধি হিসেবে সামনের দিনগুলোতে দেশ ও জাতির উন্নয়নের পাশাপাশি পুঁজিবাজারের উন্নয়ন তথা সার্বিক অর্থনীতিতে বলিষ্ঠ ভূমিকা রাখবেন বলে ডিবিএ দৃঢ়ভাবে বিশ্বাস করে।

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৮
এমএফআই/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।