ঢাকা, রবিবার, ২০ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ডিএনসিসি মার্কেট সংস্কারের দাবি ব্যবসায়ীদের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৩ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৯
ডিএনসিসি মার্কেট সংস্কারের দাবি ব্যবসায়ীদের সংবাদ সম্মেলনে ডিএনসিসি মার্কেটের ব্যবসায়ীরা। ছবি: বাংলানিউজ

ঢাকা: যত দ্রুত সম্ভব রাজধানীর গুলশানের পুড়ে যাওয়া মার্কেট সংস্কার মাধ্যমে ব্যবসার সুযোগ করে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলামের কাছে দাবি জানিয়েছে গুলশান ১নং ডিএনসিসি কাঁচা ও সুপার মার্কেট সমবায় সমিতি লিমিটেড।

রোববার (৩১ মার্চ) দুপুর পৌনে ১২টায় গুলশানের ডিএনসিসি মার্কেটের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।  

সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি দীন মোহাম্মদ বলেন, আমরা ব্যবসায়ীরা সবকিছু হারিয়ে নিঃস্ব।

সামনে ঈদ আসছে যদি আগামী ১৫ দিনের মধ্যে ডিএনসিসি মার্কেটে ব্যবসা করার উপযোগী করা না হয়, তাহলে আমাদের না খেয়ে মরতে হবে। তাই অনুরোধ করবো, স্থায়ী বা অস্থায়ী যেভাবেই হোক, আমাদের দ্রুত ব্যবসা করার সুযোগ করে দিতে হবে।  

তিনি বলেন, ২০১৭ সালে ডিএনসিসি মার্কেটে আগুন লাগার পর প্রয়াত সাবেক মেয়র আনিসুল হক ছয় মাসের মধ্যেই স্থায়ী সমাধান করার কথা বলেছিলেন। কিন্ত তা করা হয়নি। পরে অস্থায়ীভাবে ২১১ কোটি টাকা খরচ করে ২১১ জনকে ব্যবসা করার সুযোগ দেওয়া হয়।  

তিনি আরও বলেন, প্রয়াত মেয়র আনিসুল হক পুড়ে যাওয়া ডিএনসিসি মার্কেটটি বহুতল ভবন করতে চেয়েছিলেন, কিন্তু আমরা দেইনি, একথা মোটেও সঠিক নয়। আমরা এখনো বলছি, উঁচু ভবন করতে আমাদের কোনো আপত্তি নাই, আমরা কখনো না করিনি।

সংবাদ সম্মেলনে ডিএনসিসি কাঁচা ও সুপার মার্কেট সমবায় সমিতি লিমিটেডের নেতারা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৯
টিএম/এসএ/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।