নির্বাচনের ফলে বিজিবি-বিএসএফসহ অন্যান্য বাহিনীর সদস্য সীমান্ত এলাকার নজরদারী বৃদ্ধি করেছে।
বন্দরের বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি কামাল হোসেন রাজ বাংলানিউজকে জানান, মঙ্গলবার (২৩ এপ্রিল) ভারতের লোকসভার নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণ করা হবে।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবীর বাংলানিউজকে জানান, বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও বৈধ পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক থাকবে।
এদিকে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বাংলানিউজকে জানান, ভারতের কেন্দ্রীয় লোকসভার নির্বাচনের ভোটগ্রহণ উপলক্ষে সীমান্তরক্ষী বিজিবি-বিএসএফ বাহিনী সতর্ক অবস্থানে রয়েছেন। এছাড়াও পুলিশের পক্ষ থেকে সজাগ থাকা হবে।
বাংলাদেশ সময়: ০৩৫৫ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৯
আরএ