ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

নতুন ঠিকানায় কুমিল্লা শাখার পদ্মা ব্যাংক 

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩২ ঘণ্টা, মে ২, ২০১৯
নতুন ঠিকানায় কুমিল্লা শাখার পদ্মা ব্যাংক  পদ্মা ব্যাংকের স্থানান্তরিত শাখার উদ্বোধন

ঢাকা: দেশজুড়ে খাদি আর রসমালাইয়ের জন্য খ্যাত কুমিল্লার গ্রাহকদের লেনদেন আরও সহজ করতে পদ্মা ব্যাংক লিমিটেড কাজ করছে নিরলসভাবে। এই সেবা অব্যাহত রাখতে শহরের প্রফেসর পাড়া থেকে চকবাজার বাসস্ট্যান্ডে অবস্থিত শামছুন্নাহার টাওয়ারে নিজেদের শাখা স্থানান্তর করেছে ব্যাংকটি।

বৃহস্পতিবার (২ মে) পদ্মা ব্যাংকের এই স্থানান্তরিত শাখাটির উদ্বোধন করা হয়।  

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আ ক ম বাহাউদ্দিন বাহার, এমপি।

বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মনিরুল হক সাক্কু।  

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পদ্মা ব্যাংক লিমিটেডের ভাইস চেয়ারম্যান ড. হাসান তাহের ইমাম। এছাড়াও ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।  

এসময় দেশের উন্নয়নে ধারাবাহিকভাবে অবদান রাখার জন্য আ ক ম বাহাউদ্দিন বাহার, এমপিকে সম্মাননা জানায় পদ্মা ব্যাংক।  

ড. হাসান তাহের ইমাম বলেন, পদ্মা ব্যাংক নিজেদের কাজ দিয়েই অনন্য হবে। গ্রাহকেরসেবায় আমরা যেমন নিজেদের নিবেদিত করেছি তেমন গ্রাহকরা আমাদের ওপর ভরসাও রাখছেন। আমরা গ্রাহকদের সুবিধার কথা চিন্তা করে নতুন নতুন প্রোডাক্ট লঞ্চ করছি। যা শুধু আমাদের নিজেদের মুনাফার জন্য নয়, আমাদের অন্যতম উদ্দেশ্য গ্রাহকের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা।

মোট ৫৭টি শাখা নিয়ে ২৯ জানুয়ারি ২০১৯ থেকে যাত্রা শুরু করেছে পদ্মা ব্যাংক লিমিটেড। বর্তমানে ব্যাংকটির ৬৮ শতাংশ শেয়ারের অংশীদার  সোনালী, অগ্রণী, জনতা, রূপালী ও ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, মে ০২, ২০১৯
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।