ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ঘাগটিয়া চালা বাজারে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৯
ঘাগটিয়া চালা বাজারে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং

ঢাকা: গাজীপুরের কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া চালা বাজারে এজেন্ট ব্যাংকিং কার্যক্রম চালু করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। 

সোমবার (২ সেপ্টেম্বর) ইসলামী ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সম্প্রতি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. আমানত হোসেন খান।  

ইসলামী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা ইস্ট জোনপ্রধান মোহাম্মদ উল্লাহ, ঘাগটিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ শাহীনুর আলম সেলিম, গাজীপুর জেলা পরিষদের সদস্য মো. আতিকুল ইসলাম রিংকু এবং ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও কাপাসিয়া শাখাপ্রধান মো. কামরুল আহসান মামুন।

ব্যাংকের এজেন্ট মোহাম্মদ কামরুজ্জামান কিরণসহ স্থানীয় ব্যবসায়ী, পেশাজীবী ও বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৯
এসই/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।