ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

‘ক্যাসিনোর সঙ্গে সংশ্লিষ্টদের হিসাব অনুসন্ধান করা হবে’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৯
‘ক্যাসিনোর সঙ্গে সংশ্লিষ্টদের হিসাব অনুসন্ধান করা হবে’ অনুষ্ঠানে অর্থমন্ত্রী ও অন্যরা

ঢাকা: ক্যাসিনোর সঙ্গে সংশ্লিষ্ট যাদের নাম আসছে তাদের ব্যাংক হিসাব অনুসন্ধান করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। 

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) হোটেল কন্টিনেন্টালে ‘বাংলাদেশ টু ইম্প্রুভ রোড সেফটি’ বিষয়ক সেমিনার শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।  

মন্ত্রী বলেন, যাদের নাম আসছে তাদের অ্যাকাউন্ট সার্চ করা হবে।

টাকার উৎস না দেখাতে পারলে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে। একইভাবে যাদের হিসাব জব্দ করা হয়েছে তাদের কাছেও টাকার উৎস জানা হবে। সবাইকে বলা হবে তোমরা এতো টাকা কোথা থেকে পেলে? সঠিক উত্তর না পেলেই আইন অনুযায়ী ব্যবস্থা নেবে এনবিআর।  

প্রধানমন্ত্রী দুর্নীতিমুক্ত বাংলাদেশ দেখতে চান। এনবিআরকে নির্দেশ দেওয়া হয়েছে। জব্দ করা অর্থের উৎস দেখাতে পারলে ফেরত দেওয়া হবে, নয়তো জব্দ করা হবে, বলেন অর্থমন্ত্রী।

মুস্তফা কামাল বলেন, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সরাসরি টাকা নিতে পারে না। এর একটা প্রক্রিয়া রয়েছে। এটি হলো যাদের নাম আসবে প্রথমে তাদের নোটিশ দেওয়া হবে যে তোমরা এতো টাকা কোথা থেকে পেয়েছ। যদি টাকার উৎসের পূর্ণাঙ্গ উত্তর না দিতে পারে অন্য ব্যবস্থা, আর উত্তর দিতে পারে তবে আইন অনুযায়ী কর দিতে হবে।     

অর্থমন্ত্রী বলেন, আমাদের নির্বাচনী ইশতেহারে ছিলো একটি সুন্দর সমাজ গঠনের বিষয়ে। প্রধানমন্ত্রী দেশে অপরাধ, দুঃশাসন দেখতে চান না। আমরা এগুলো চলতে দিতে পারি না। অপরাধীদের প্রচলিত আইনে সাজা হবে। প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত নিয়েছেন দেশবাসীর উচিত সরকারকে সাপোর্ট করা।  

তিনি আরো বলেন, দেশে ক্যাসিনো হতে পারে না। জুয়া আমাদের জন্য অবৈধ, আইন করে এগুলোর বৈধতা দিতে পারি না। ক্যাসিনো বাংলাদেশের জন্য অবৈধ, এটা চলতে পারে না। ক্যাসিনোর সরঞ্জাম কিভাবে দেশে এলো বিষয়গুলো দেখবে এনবিআর।

প্রশাসন প্রসঙ্গে মন্ত্রী বলেন, আমরা এখানে (হোটেল কন্টিনেন্টাল) মিটিং করলাম এটাও প্রশাসন জানে। প্রশাসন জানে না এমন কোনো কাজ বাংলাদেশে হতে পারে না। এসব ঘটনা প্রশাসনের জানা উচিত ছিল। এগুলোর দায় প্রশাসন এড়াতে পারে না। তাই এসব ঘটনায় প্রশাসনের কেউ না কেউ জড়িত থাকতে পারে।  

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৯
এমআইএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।