ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এলেঙ্গা-হাটিকুমরুল-রংপুর রোড প্রকল্পে বসুন্ধরা সিমেন্ট

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৫ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৯
এলেঙ্গা-হাটিকুমরুল-রংপুর রোড প্রকল্পে বসুন্ধরা সিমেন্ট

ঢাকা: এলেঙ্গা-হাটিকুমরুল-রংপুর রোড প্রকল্পের আওতায় মোকামতলা থেকে পলাশবাড়ী সড়ক উন্নয়নে ব্রিজ, কালভার্ট, ওভারপাস, আন্ডারপাস নির্মাণে বসুন্ধরা সিমেন্ট ব্যবহার করা হবে।

সাউথ এশিয়া সাবরিজিওনাল ইকোনমিক কো-অপারেশন (সাসেক) রোড কানেক্টিভিটি প্রকল্প-২; ইমপ্রুভমেন্ট অব এলেঙ্গা-হাটিকুমরুল-রংপুর রোড প্রকল্পের (ডব্লিউপি-১০) আওতায় মোকামতলা থেকে পলাশবাড়ী পর্যন্ত ২৯ দশমিক ৯ শতাংশ কিলোমিটার ৪ লেন সড়ক উন্নয়নে ব্রিজ, কালভার্ট, ওভারপাস, আন্ডারপাস নির্মাণে বসুন্ধরা সিমেন্ট ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না কনস্ট্রাকশন সেভেনথ ইঞ্জিনিয়ারিং ডিভিশন করপোরেশন।

বৃহস্পতিবার (০৭ নভেম্বর) হোটেল লা মেরিডিয়ানে বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেডের সঙ্গে চায়না কনস্ট্রাকশন সেভেনথ ইঞ্জিনিয়ারিং ডিভিশন করপোরেশনের এ বিষয়ক একটি চুক্তি সই হয়েছে।

চুক্তিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সই করেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর ও সাসেক রোড কানেক্টিভিটি প্রকল্পের (ডব্লিউপি-১০) প্রজেক্ট ম্যানেজার যাং যং য়ুই।

অনুষ্ঠানে জানানো হয়, আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ দেশের অন্যতম বৃহৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন এবং উন্নতমানের ক্লিংকারে উৎপাদিত হয় বসুন্ধরা সিমেন্ট। সঠিকমানের ধারাবাহিকতা রক্ষা করে ও সর্বোপরি সুষ্ঠু সরবরাহ ব্যবস্থাপনার প্রতি আস্থা রেখে এ প্রকল্পে বসুন্ধরা সিমেন্ট ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে চায়না কনস্ট্রাকশন সেভেনথ ইঞ্জিনিয়ারিং ডিভিশন করপোরেশন।

চুক্তি সই অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।  ছবি: জিএম মুজিবুর

বর্তমানে পদ্মাসেতু, ওই প্রকল্পে নদীশাসন, পদ্মাসেতুর রেল সংযোগ প্রকল্প, মেট্রো রেল, ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, পায়রা সেতু, সাসেক-১, কালশী ফ্লাইওভার, ওয়েস্টার্ন বাংলাদেশ ইমপ্রুভমেন্ট প্রজেক্ট, এস আলম পাওয়ার প্ল্যান্ট, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, মাতারবাড়ি তাপ বিদ্যুৎ কেন্দ্র, রূপসা রেলসেতু, রামপাল বিদ্যুৎ কেন্দ্রসহ দেশের সব উল্লেখযোগ্য প্রকল্পগুলোতে ব্যবহৃত হচ্ছে বসুন্ধরা সিমেন্ট।

চুক্তি সই অনুষ্ঠানে চায়না রেলওয়ে ইঞ্জিনিয়ারিং করপোরেশনের মহাব্যবস্থাপক (সাউথ এশিয়া কোম্পানি) গ সিচাও, ম্যাটেরিয়াল ম্যানেজার ডং যেং, বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা মেজর জেনারেল (অব.) মাহবুব হায়দার, মোহাম্মদ আব‍ু তৈয়ব, দৈনিক কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন, চিফ ফাইন্যান্স অফিসার মো. তোফায়েল হোসেন, চিফ মার্কেটিং অফিসার (সিমেন্ট সেক্টর) খন্দকার কিংশুক হোসেন, জেনারেল ম্যানেজার (সেলস) ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান, ম্যানেজার (টেকনিক্যাল সাপোর্ট) ইঞ্জিনিয়ার ইমাম আল কুদরত-ই-এলাহি, ম্যানেজার (মার্কেটিং ফাংশন) সাইফুল ইসলাম রুবেলসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৯
এসই/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।