ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

খাদ্যনিরাপত্তার পর এখন নিরাপদ খাদ্যের ওপর জোর দিতে হবে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৭ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৯
খাদ্যনিরাপত্তার পর এখন নিরাপদ খাদ্যের ওপর জোর দিতে হবে

ঢাকা: বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে খাদ্যনিরাপত্তার পর এখন নিরাপদ খাদ্যের ওপর জোর দিতে হবে।

রোববার (১৭ নভেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) আয়োজিত ‘লাইভলিহুড ইনহ্যান্সমেন্ট থ্রো মডার্ন অ্যাগ্রিকালচার প্র্যাকটিস: পিকেএসএফ’স এক্সপেরিয়েন্স’ শীর্ষক সেমিনারে এ কথা বলেন বক্তারা।

পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।

কৃষিমন্ত্রী বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিতকরণে দেশে কৃষিখাতের বিকাশের কোনো বিকল্প নেই। কৃষি ও প্রাণিসম্পদের উৎপাদন যেমন বাড়াতে হবে, তেমনি এ খাতকে লাভজনক করতে হবে।

সেমিনারে কৃষি ও প্রাণিসম্পদের উন্নয়নে পিকেএসএফের প্রশংসা করে কৃষিমন্ত্রী সরকারের নিরবিচ্ছিন্ন সহায়তার আশ্বাস দেন।

সেমিনারে আরও বক্তব্য রাখেন কৃষি মন্ত্রণালয়য়ের সচিব মো. নাসিরুজ্জামান ও পিকেএসএফের চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জামান প্রমুখ।   
 
বাংলাদেশ সময়: ০৫১৭ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৯
এমআইএস/এবি/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।