ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

২১ নভেম্বর শুরু বাপা ফুডপ্রো ইন্টারন্যাশনাল এক্সপো

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৩ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৯
২১ নভেম্বর শুরু বাপা ফুডপ্রো ইন্টারন্যাশনাল এক্সপো

ঢাকা: ২১ নভেম্বর শুরু হচ্ছে বাপা ফুডপ্রো ইন্টারন্যাশনাল এক্সপো-২০১৯।

বুধবার (২০ নভেম্বর) মেলা কমিটির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বাংলাদেশ অ্যাগ্রো প্রসেসরস অ্যাসোসিয়েশন (বাপা) এবং রেইনবো এক্সিবিশনের আয়োজনে ৭ম বারের মতো এ মেলা অনুষ্ঠিত হচ্ছে।

২১ নভেম্বর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত ঢাকার আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র বসুন্ধরায় (আইসিসিবি) এ মেলা অনুষ্ঠিত হবে।

মেলার উদ্বোধনী দিনে কৃষিমন্ত্রী ড. মুহাম্মদ আব্দুর রাজ্জাক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।  

এতে বাংলাদেশ ছাড়াও ভারত, থাইল্যান্ড, চীন, সিঙ্গাপুর, জাপান, জার্মানি, নেদারল্যান্ডস, যুক্তরাজ্য ও তুরস্কসহ ১৫টি দেশের শতাধিক প্রতিষ্ঠান এ মেলায় অংশ নেবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৯
এবি/এইচএডি/
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।