ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সাতক্ষীরায় ৪৫ টাকা দরে টিসিবির পেঁয়াজ বিক্রি শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪০ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৯
সাতক্ষীরায় ৪৫ টাকা দরে টিসিবির পেঁয়াজ বিক্রি শুরু

সাতক্ষীরা: সাতক্ষীরায় ৪৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

সোমবার (০২ ডিসেম্বর) জেলা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এ পেঁয়াজ বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) এস এম মোস্তফা কামাল।

টিসিবির পেঁয়াজ ক্রয় করতে আসা কামরুজ্জামান বাংলানিউজকে বলেন, বাজার থেকে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ২০০-২২০ টাকায়, যা সাধারণ মানুষের পক্ষে কষ্টসাধ্য হয়ে গেছে।

সেখানে স্বপ্লমূল্যে টিসিবি পেঁয়াজ বিক্রির উদ্যোগ নেওয়ায় খুব উপকার হলো।  

আগামী তিনদিন ওই পার্কে ৪৫ টাকা দরে পেঁয়াজ বিক্রি করবে টিসিবি।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।