ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বিকাশে পরিশোধ করা যাবে ডিএইচএল এক্সপ্রেস’র চার্জ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৪ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৯
বিকাশে পরিশোধ করা যাবে ডিএইচএল এক্সপ্রেস’র চার্জ

ঢাকা: এখন থেকে বিকাশে পরিশোধ করা যাবে ডিএইচএল এক্সপ্রেস বাংলাদেশ’র ফ্রেইট চার্জ।

ডিএইচএল এক্সপ্রেস গ্রাহকরা খুব সহজে বিকাশ অ্যাপের মাধ্যমে কিউআর কোড স্ক্যান করে কিংবা *২৪৭# ডায়াল করে সারাদেশের যেকোনো ডিএইচএল সার্ভিস পয়েন্টে চার্জ পরিশোধ করতে পারবেন।

বুধবার (১৮ ডিসেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ক্যাশ অন ডেলিভারির চার্জও বিকাশের মাধ্যমে পরিশোধ করা যাবে।

এ লক্ষ্যে দেশের সবচেয়ে বড় মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ লিমিটেড এবং বিশ্বের শীর্ষস্থানীয় লজিস্টিক গ্রুপের সংস্থা ডিএইচএল এক্সপ্রেস বাংলাদেশ সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষর করেছে।

বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার মিজানুর রশীদ এবং ডিএইচএল বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর মো. মিয়ারুল হক বিকাশ অফিসে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি বিনিময় করেন। এসময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৯
এসই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।