ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

পঞ্চগড়ে বেড়েছে বাণিজ্যিক ফুল চাষ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৩ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৯
পঞ্চগড়ে বেড়েছে বাণিজ্যিক ফুল চাষ

পঞ্চগড়: দেশের সর্ব উত্তরের প্রান্তিক জেলা পঞ্চগড়। এ জেলার মাটি বিভিন্ন ফসলের পাশাপাশি ফুল চাষের জন্যও বেশ উপযোগী। তাই তো এবার শীত মৌসুমের শুরু থেকেই বাজারে উঠেছে শীতের বিভিন্ন ফুল।

বর্তমানে যেকোনো অনুষ্ঠানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ফুল। বাহারি ফুল না হলে জমেই না।

এক্ষেত্রে পঞ্চগড় অনেকটা আলাদা। অনুষ্ঠানে দেখা মেলে ফুলের সমাহার। আয়োজকদের অন্য কোথাও থেকে ফুল সংগ্রহ করতে হয় না। পঞ্চগড়ের ফুল ব্যবসায়ীরাই তাদের ভরসা।

কেননা, এ জেলার মানুষের ১২ মাসের চাহিদা মেটাতে বর্তমানে এখানে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে বিভিন্ন জাতের ফুল।

দেশি-বিদেশি বিভিন্ন গোলাপ, জবা, চন্দ্রমল্লিকা, ডালিয়া, রজনীগন্ধা, গ্লাডিওলাস, এলমন্ডা, সালভিয়াসহ নানা ধরনের ফুল চাষ হচ্ছে পঞ্চগড়ে। এ হিসেবে ফুলগুলো এ জেলার চাহিদা মিটিয়ে বিভিন্ন জেলায় রপ্তানিও হচ্ছে। এতে যেমন লাভবান হচ্ছেন ফুল চাষিরা, তেমনি নতুন নতুন কর্মসংস্থানও সৃষ্টি হচ্ছে।
ভ্যানে বিক্রি হচ্ছে ফুলগাছ, ছবি: বাংলানিউজজানা যায়, লাভজনক হওয়ায় কেউ নিজের জমিতে, আবার কেউ জমি ইজারা নিয়ে ফুল চাষ করেছেন।

কালাম নামে ফুল চাষী বাংলানিউজকে বলেন, গত বছরের তুলনায় এবার ভালো ফুল চাষ হয়েছে। এছাড়া প্রতি শীতে ফুলের আবাদ ভালো হচ্ছে পঞ্চগড়ে। ফুলের গাছের চাহিদাও অনেক থাকে শীতে।

জেলার কৃষি কর্মকর্তাদের দাবি, নতুন নতুন উদ্যোক্তা ফুল চাষে আগ্রহী হলে বিভিন্ন সময়ের পাশাপাশি প্রতিবছরের গুরুত্বপূর্ণ দিবসেও ফুলের যথেষ্ট সরবরাহ থাকবে। পাশাপাশি জেলার বেকারত্বও দূর করা সম্ভব।

পঞ্চগড় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ অফিসার আবু হোসেন বাংলানিউজকে বলেন, পঞ্চগড়ে বিভিন্ন ফসলের পাশাপাশি ফুল চাষের সম্ভাবনা দেখা দিয়েছে। এর আবাদ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমরা ইতোমধ্যে চাষিদের মধ্যে বিভিন্ন সহায়তা দিয়েছি।

বাংলাদেশ সময়: ০৫১১ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৯
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।