ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

নওগাঁয় অস্থির চালের বাজার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:১৬, জানুয়ারি ২১, ২০২০
নওগাঁয় অস্থির চালের বাজার

নওগাঁ: নওগাঁয় অস্থির হয়ে উঠেছে চালের বাজার। মাত্র ৩ দিনের ব্যবধানে পাইকারি বাজারে বস্তা প্রতি চালের দাম বেড়েছে দুইশ’ থেকে আড়াইশ’ টাকা।

নওগাঁর বড় খুচরা বাজার ঘুরে দেখা যায়, প্রকার ভেদে প্রতি কেজি মিনিকেট জিরাশাইল চালের দাম ৪৫ টাকা থেকে বেড়ে বিক্রি হচ্ছে ৫০ টাকায় এবং নাজিরশাইল ৫৫ টাকা থেকে বেড়ে বিক্রি হচ্ছে ৬০ টাকায়।  

এছাড়া মাঝারি ও মোটা চালের দাম ২ থেকে ৩ টাকা পর্যন্ত বেড়েছে প্রতি কেজিতে।

পাইকারি দর বাড়ায় প্রভাব পড়েছে খুচরা বাজারে। এ জন্য মিলার ও ব্যবসায়ীদের দুষছেন খুচরা ব্যবসায়ীরা।

নওগাঁ চাল বাজারের ব্যবসায়ী নাছির উদ্দিন বাংলানিউজকে বলেন, ২-৩ দিনের ব্যবধানে পাইকারি বাজারে প্রতি কেজি চালের দাম কেজি প্রতি ৩ থেকে ৪ টাকা বেড়েছে। ফলে পাইকারি বাজার থেকে বেশি দামে চাল কিনে বেশি দামেই বিক্রয় করতে হচ্ছে খুচরা বাজারে।  

তিনি আরও বলেন, মিলাররা ধানের মজুত করে চালের দাম বাড়াচ্ছেন। আবার তারাই ধানের বাজার দর বৃদ্ধির অজুহাত দিচ্ছেন। মাঝখান থেকে আমরা খুচরা ব্যবসায়ী এবং ক্রেতাদের বিপাকে পড়তে হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।