ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাণিজ্যমেলায় ২য় সর্বোচ্চ ভ্যাট দিয়ে স্বীকৃতি পেলো ‘সারা’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২০
বাণিজ্যমেলায় ২য় সর্বোচ্চ ভ্যাট দিয়ে স্বীকৃতি পেলো ‘সারা’ স্বীকৃতি স্মারক

ঢাকা: সদ্য শেষ হওয়া ২৫তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় দ্বিতীয় সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী হিসেবে স্বীকৃতি পেয়েছে ‘সারা’ লাইফস্টাইল লিমিটেড। আন্তর্জাতিক বাণিজ্যমেলায় দ্বিতীয়বারের মতো অংশ নিয়ে এ সন্মাননা পেলো প্রতিষ্ঠানটি।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যমে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ‘সারা’ বাংলাদেশের রপ্তানিমুখী পোশাকশিল্পের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত স্নোটেক্স আউটারওয়্যার লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান।

সামর্থ্যের মধ্যে গুণগত মানের পোশাক ক্রেতাদের হাতে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়েই ‘সারা’ লাইফস্টাইল যাত্রা শুরু করে।

স্নোটেক্স’র লাইফস্টাইল ব্র্যান্ড ‘সারা’ কাজ শুরু করেছে ২০১৮ সালের মে মাস থেকে। ঢাকার মিরপুর-৬ এ অবস্থিত ‘সারা’র প্রথম আউটলেট নিয়ে কাজ শুরুর পর বসুন্ধরা সিটির লেভেল ১, ব্লক-এ এর ৪০ এবং ৫৪ নম্বর শপটি ছিল  দ্বিতীয় আউটলেট। তৃতীয় আউটলেটটি হলো মোহাম্মাদপুরে (বাড়ি-১৯ বি/৪সি ও বি/৪ ডি, ব্লক-এফ, রিং রোড) এবং চতুর্থ আউটলেটটি উত্তরাতে (হাউজ নং-২২, সোনারগাঁ জনপদ, সেক্টর-৯) অবস্থিত। এছাড়া বারিধারা জে-ব্লকে রয়েছে সারার আউটলেট।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২০
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।