ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

পণ্যের মানের বিষয়ে ছোট-বড় কারো সঙ্গে আপস নেই: বিএসটিআই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৭ ঘণ্টা, মার্চ ৯, ২০২০
পণ্যের মানের বিষয়ে ছোট-বড় কারো সঙ্গে আপস নেই: বিএসটিআই

ঢাকা: পণ্যের মানের বিষয়ে ছোট-বড় কারো সঙ্গে কোনো আপস নেই বলে জানিয়েছেন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) মহাপরিচালক মো. মুয়াজ্জেম হোসাইন। 

সোমবার (৯ মার্চ) রাজধানীর তেজগাঁওয়ে বিএসটিআই প্রধান কার্যালয়ে বিএসটিআই’র সেবাকে আরও জনবান্ধব ও সহজীকরণ করার লক্ষ্যে আয়োজিত স্টেক হোল্ডারদের সঙ্গে গণশুনানিতে সভাপতির বক্তব্যে তিনি এ কথা জানান।  

মহাপরিচালক বলেন, বিএসটিআই ভ্রাম্যমাণ আদালত এবং সার্ভিল্যান্স টিমের মাধ্যমে নকল ও নিম্নমানের পণ্যের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে।

আমরা কোম্পানিগুলোকে ইতোমধ্যে লিখিতভাবে জানিয়েছি প্রতি তিন মাস পরপর কোম্পানির ল্যাবরেটরিতে পণ্যের পরীক্ষণ সনদ বিএসটিআইকে দেওয়ার জন্য। পণ্যের মানোন্নয়নে কোম্পানিগুলোর অভ্যন্তরীণ মনিটরিং জোরদার করার বিকল্প নেই।  

গণশুনানিতে বক্তারা বলেন, সিটিজেন চার্টার অনুযায়ী বিএসটিআই’র সেবা অতীতের চেয়ে দ্রুততম সময়ে দেওয়া হচ্ছে। তবে আমদানিকৃত পণ্যের ক্ষেত্রে কীভাবে আরও কম সময়ে সেবা দেওয়া যায় সে বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য বিএসটিআইকে অনুরোধ জানান। তাদের যৌক্তিক দাবি বিবেচনায় নিয়ে সমাধানের সর্বোচ্চ চেষ্টা করা হবে বলে আশ্বাস দেন বিএসটিআই’র মহাপরিচালক।  

গণশুনানিতে বিএসটিআই’র ঊর্ধ্বতন কর্মকর্তাসহ নেসলে বাংলাদেশ লিমিটেড, প্রাণ আরএফএল গ্রুপ, ইউনলিভার বাংলাদেশ লিমিটেড, রেকিড বেনকাইজার, ইউনিমেড ইউনিহেলথ লিমিটেডসহ বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বিএসটিআই’র সেবা সম্পর্কে তাদের মতামত তুলে ধরেন এবং বিভিন্ন পরামর্শ দেন।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, মার্চ ০৯, ২০২০
জিসিজি/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।