ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

মোংলা বন্দরের নতুন চেয়ারম্যান শাহজাহান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৬ ঘণ্টা, এপ্রিল ৯, ২০২০
মোংলা বন্দরের নতুন চেয়ারম্যান শাহজাহান

বাগেরহাট: দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর মোংলা বন্দরে চেয়ারম্যান হিসেবে যোগদান করেছেন বাংলাদেশ কোস্ট গার্ডের উপ-মহাপরিচালক রিয়ার এডমিরাল এম শাহজাহান।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে মোংলা বন্দরে যোগদান করে দায়িত্ব বুঝে নেন। এর ফলে, তিনি পূর্বের চেয়ারম্যান রিয়ার এডমিরাল শেখ মো. আবুল কালাম আজাদের স্থলাভিষিক্ত হলেন।

নতুন দায়িত্ব পাওয়া এম শাহজাহান ১৯৮৪ সালে বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করেন। ১৯৮৭ সালে কমিশন্ডপ্রাপ্ত হন। দীর্ঘ চাকরি জীবনে তিনি বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন গুরত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ছিলেন। ২০১৯ সালের ১১ মার্চ তিনি বাংলাদেশ কোস্ট গার্ডের উপ-মহাপরিচালক হিসেবে যোগদান করেন।

মোংলা বন্দর কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) মো. গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০০২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।