ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সিটি ব্যাংক প্রোডাক্ট আর সার্ভিসে আনছে প্রযুক্তির ছোঁয়া

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৮ ঘণ্টা, জুন ৭, ২০২০
সিটি ব্যাংক প্রোডাক্ট আর সার্ভিসে আনছে প্রযুক্তির ছোঁয়া

ঢাকা: বৈশ্বিক এ মহামারি পরিস্থিতি মোকাবিলায় দেশি-বিদেশি অন্যান্য প্রতিষ্ঠানের মতো সিটি ব্যাংকও তাদের প্রোডাক্ট আর সার্ভিসে আনছে নতুনত্ব। পাশাপাশি যোগ করছে প্রযুক্তির ছোঁয়া। 

এবার সিটি ব্যাংক তাদের ওয়ার্কিং ক্যাপিটাল ফাইনান্স গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে এনেছে এক অভিনব ও সহজ মোবাইল অ্যাপ্লিকেশন।  

এ অ্যাপ্লিকেশনটির মাধ্যমে গ্রাহকরা ঘরে বসেই তাদের ওয়ার্কিং ক্যাপিটালের প্রয়োজন যেমন মেটাতে পারবেন, তেমনি ঘরে বসেই সেই টাকায় পণ্য কেনাবেচা শেষে সিটি ব্যাংককে অর্থ পরিশোধ করতে পারবেন।

অ্যাপের মাধ্যমে ঋণ নিতে ও ঋণ পরিশোধ করতে প্রতিবারে প্রয়োজন হবে মাত্র তিনটি সহজ ক্লিক।

এ গ্রাহকরা হচ্ছেন বিভিন্ন স্থানীয় ও বহুজাতিক প্রতিষ্ঠানের ডিস্ট্রিবিউটার (পরিবেশক) ও রিটেইলাররা। ২০১৯ সাল থেকে সিটি ব্যাংক তাদের অর্থায়ন করে যাচ্ছে। এ গ্রাহকরা ইতোমধ্যে সারা বছরজুড়ে ২৪ ঘণ্টা ব্যাংকিংসেবা পেয়ে থাকেন। বর্তমানে এ অ্যাপের মাধ্যমে তারা আরও বড় পরিসরে সেবা পাবেন। অর্থায়ন আর অর্থ পরিশোধের পুরো প্রক্রিয়ায় এখন প্রযুক্তির সংযোগ সাধিত হল। এর ফলে গ্রাহকদের ব্রাঞ্চ কিংবা এজেন্ট ব্যাংকিং পয়েন্টে যাওয়ার আর প্রয়োজন হবে না।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, জুন ০৭, ২০২০
পিআর/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।