বৃহস্পতিবার (১৮ জুন) একদিনে সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যুর ঘটনা নিয়ে শুক্রবার (১৯ জুন) এক ব্রিফিংয়ে ডব্লিউএইচও মহাপরিচালক বলেন, একদিনে বিশ্বে দেড় লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এটিই এখন পর্যন্ত সবচেয়ে বেশি।
বিশ্ববাসীকে সতর্ক করে তেদ্রোস আধানম গ্যাব্রিয়েসাস বলেন, বিশ্ব এখন এক নতুন ও বিপজ্জনক ধাপে রয়েছে। অনেক মানুষ ঘরে বসে থেকে বিরক্ত হয়ে পড়েছেন। এ ছাড়া দেশগুলো তাদের সাধারণ মানুষ ও অর্থনীতির কথা চিন্তা করে লকডাউন তুলে দেওয়ার জন্য আগ্রহী দেখাচ্ছে। তবে ভাইরাসটি দ্রুত ছড়িয়ে পড়ছে।
তিনি বলেন, ডব্লিউএইচও জনগণকে নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রাখার জন্য পরামর্শ দেয়। আপনি অসুস্থবোধ করলে বাড়িতেই থাকুন। মাস্ক পরুন এবং ঘন ঘন হাত ধুয়ে নিন।
বাংলাদেশ সময়: ০২৪৪ ঘণ্টা, জুন ২০, ২০২০
ওএইচ/