ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

চট্টগ্রামে পুলিশ-চিকিৎসাকর্মীদের সুরক্ষাসামগ্রী দিল প্রাণ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৪ ঘণ্টা, জুন ২২, ২০২০
চট্টগ্রামে পুলিশ-চিকিৎসাকর্মীদের সুরক্ষাসামগ্রী দিল প্রাণ পণ্য সামগ্রী হস্তান্তর করা হচ্ছে।

ঢাকা: চট্টগ্রামে কর্মরত পুলিশ, চিকিৎসাকর্মীদের নিরাপত্তার জন্য সুরক্ষাসামগ্রী দিয়েছে দেশের শীর্ষ স্থানীয় শিল্পগ্রুপ প্রাণ (আরএফএল)।

রোববার (২১ জুন) প্রাণ-আরএফএল গ্রুপের হেড অব কর্পোরেট ব্র্যান্ড নুরুল আফসার এসব পণ্য সামগ্রী হস্তান্তর করেন।

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও বিভাগীয় করোনা প্রতিরোধ কমিটির সভাপতি এ বি এম আজাদ এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আমেনা বেগম এসব পণ্য গ্রহণ করেন।

প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল বলেন, করোনা ভাইরাস মোকাবিলার লড়াইয়ে প্রথম থেকেই বিভিন্নভাবে দেশ ও মানুষের পাশে দাঁড়িয়েছে প্রাণ-আরএফএল গ্রুপ। এরই অংশ হিসাবে, এবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও চট্টগ্রামের হাসপাতালে গেটওয়েল ব্র্যান্ডের সার্জিক্যাল মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও পিপিই দেওয়া হলো।

তিনি আরো বলেন, পুলিশ সদস্য, চিকিৎসাকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে এই সময় ভাইরাসের সংক্রমণ ঠেকাতে কাজ করছেন। তাদের পেশাদারিত্ব ও নিরলস পরিশ্রমের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা জানাতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।  

এর আগে করোনারোগীদের সু-চিকিৎসা নিশ্চিত করতে নাটোরে আমজাদ খান চৌধুরী মেমোরিয়াল হাসপাতালে একটি আইসোলেশন ইউনিট চালু করেছে। এছাড়া স্বাস্থ্য অধিদপ্তর, ঢাকা ও ভোলায় ১০টি হাসপাতালে মাস্ক, পিপিই হ্যান্ড গ্লাভস, হ্যান্ড স্যানিটাইজার ও করোনার নমুনা সংগ্রহের বুথ দিয়েছে প্রাণ-আরএফএল।

অন্যদিকে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে সাধারণ ছুটির সময় ‘পাশে আছি বাংলাদেশ’ কর্মসূচির আওতায় তিন ধাপে কর্মহীন হয়ে পড়া প্রায় ৬০ হাজার অসহায় ও দরিদ্র পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে প্রাণ-আরএফএল গ্রুপ।

বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, জুন ২২, ২০২০
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।