মধুপুর(টাঙ্গাইল): কৃষির উন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয় বলে উল্লেখ করেন আ’লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক।
শনিবার (১৮জুলাই) দুপুরে ভিডিও কনফারেন্সে মাধমে বিএডিসি’র ধনবাড়ি মালতী আলু বীজ হিমাগারের আলু চাষীদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
ড. মো. আবদুর রাজ্জাক বলেন, বর্তমান সময়ে কৃষি আর কোনো রকম জীবন ধারণের জন্য নয়, এক সময়ের কৃষকের জীবন কেন্দ্রীক কৃষিকে ঘিরেই দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয়। কৃষিকে রপ্তানিমুখী করতে হবে। শিল্পকে উন্নত করতে হলে প্রথমে কৃষিকে গুরুত্ব দিতে হবে।
বাংলাদেশের অর্থনীতিতে কৃষির গুরুত্ব অপরিসীম বলেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যাচ্ছে বলে জানান কৃষিমন্ত্রী। কৃষিকে আধুনিকীকরণ, বাণিজ্যকীকরণের প্রতি গুরুত্বারোপ করেন তিনি।
মানসম্পন্ন আলু বীজ উৎপাদন ও সংরক্ষণ এবং কৃষক পর্যায়ে বিতরণ জোরদারকরণ প্রকল্পের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএডিসি’র সিডিপি ক্রপস’র অতিরিক্ত মহা ব্যবস্থাপক ইব্রাহিম হোসেন। বিশেষ অতিথি ছিলেন বিএডিসি’র চেয়ারম্যান অতিরিক্ত সচিব সায়েদুল ইসলাম।
সায়েদুল ইসলাম বলেন, কৃষি উৎপাদন বাড়াতে কৃষককে সব ধরনের প্রণোদনা ও সুবিধা কৃষকের দোরগোড়ায় বিএডিসি পৌঁছে দেয়। কৃষি তথা খাদ্য উৎপাদনে দেশকে সম্মুন্নত রাখতে বিএডিসি উন্নতমানের বীজ উৎপাদন ও সরবরাহ করে। কৃষি উৎপাদনের মাধ্যমে দেশকে খাদ্যে স্বয়ংসম্পন্ন, উদ্ধৃত্ত ও রপ্তানির দেশে পরিণত করার লক্ষ্য বিএডিসি’র বলেও তিনি উল্লেখ করেন।
মধুপুর বিএডিসি’র উপ পরিচালক(খামার) সঞ্জয় রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিএডিসি’র সংশ্লিষ্ট প্রকল্প পরিচালক (আলুবীজ) আবির হোসেন, ধনবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা জহুরা, পৌর মেয়র মঞ্জুরুল ইসলাম তপন, আলু চাষী স্বপন কুমার ঘোষ।
অুনষ্ঠানে আলু চাষী, বিএডিসি’র বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা , ধনবাড়ী উপজেলার নারী ভাইস চেয়ারম্যান জেবুউন নাহার লিনা বকুলসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ০৫০০ ঘণ্টা, জুলাই ১৯, ২০২০
আরকেআর/এসআইএস