ঢাকা: ইয়ামাহা রাইডার্স ক্লাব (ওয়াইআরসি) ইয়ামাহা মোটরসাইকেল রাইডারদেরকে নিয়ে গঠিত বাংলাদেশের সবচেয়ে বড় বাইকিং কমিউনিটি। যারা বিভিন্ন বাইকিং এক্টিভিটির সঙ্গে সঙ্গে সচেতনতামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে।
এ কর্মসূচির আওতায় দেশের ২৮টি জেলায় সাধারণ মানুষের মধ্যে প্রায় ১২ হাজার মাস্ক ও সোপিওয়াটার বিতরণ করা হয়। এছাড়াও করোনা সচেতনতায় লাগানো হয় দেশের সবচেয়ে বড় ব্যানার যা খুব সহজেই সবার নজরে আসবে। এ সময় ইয়ামাহা রাইডার্স ক্লাবের সদস্যরা ভবিষ্যতে এ ধরনের আরও জনকল্যাণমূলক কাজ করার জন্য আশাবাদ ব্যক্ত করেন।
বুধবার (২৯ জুলাই) ওয়াইআরসি থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, জুলাই ২৯, ২০২০
এএটি