ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সালেহ স্টিলে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে এসএস স্টিল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৩ ঘণ্টা, আগস্ট ৪, ২০২০
সালেহ স্টিলে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে এসএস স্টিল ছবি: সংগৃহীত

ঢাকা: সালেহ স্টিল ইন্ডাস্ট্রিজ লিমিটেডে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান এসএস স্টিল।

মঙ্গলবার (৪ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সালেহ স্টিল ইন্ডাস্ট্রিজের ৯৯ শতাংশ শেয়ারে প্রথম পর্যায়ে ২৪ কোটি ৭৫ লাখ টাকা বিনিয়োগ করবে এসএস স্টিল। পরে কোম্পানিটি সালেহ স্টিলে আরো ১৩৪ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।

চট্টগ্রামের ৮৫ নম্বর নাসিরাবাদে সালেহ স্টিল ইন্ডাস্ট্রিজ লিমিটেড অবস্থিত। বাংলাদেশে সালেহ স্টিলের সুনাম রয়েছে। সালেহ স্টিল বছরে প্রায় ৮৪ হাজার মেট্রিক টন স্টিল উৎপাদন করে। বছরে সালেহ স্টিলের টার্নওভার প্রায় ৫০০ কোটি টাকা বাড়বে। এর মাধ্যমে কোম্পানিটির মুনাফাও বাড়বে।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, আগস্ট ০৪, ২০২০
এসএমএকে/এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।