ঢাকা: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত কোম্পানির লেনদেন করার জন্য ডিএসই-মোবাইল অ্যাপস ব্যবহারকারীদের কাছ থেকে ফি নেওয়া হবে না। সোমবার (১৭ আগস্ট) ডিএসইর পর্ষদ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি বলেন, মোবাইল অ্যাপসটি চালু হলেও এ বছর থেকে এটির ফি নেওয়ার কথা ছিল। কিন্তু করোনা মহামারির কারণে বিনিয়োগকারীদের কথা চিন্তা করে ফি আপাতত স্থগিত থাকছে।
তিনি আরো বলেন, অ্যাপস ব্যবহার করে না এমন নিষ্ক্রিয় গ্রাহকদের রেজিস্ট্রেশন বাতিল করা হবে বলেও তিনি জানান।
জানা গেছে, মোবাইল অ্যাপস রেজিস্ট্রেশন নিয়েছে, কিন্তু ব্যবহার করে না বা নিষ্ক্রিয় এমন গ্রাহকদের রেজিস্ট্রেশন বাতিল করার জন্য গত ৯ আগস্ট ট্রেকহোল্ডারদেরকে চিঠি দেয় ডিএসই।
বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২০
এসএমএকে/এএটি