ঢাকা: শেয়ার দর অস্বাভাবিক হারে বাড়ার কারণ জানতে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দেওয়া নোটিশের জবাব দিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানি। জবাবে কোম্পানিগুলোর পক্ষ থেকে কোনো কারণ ছাড়াই শেয়ারের দর বাড়ছে বলে জানানো হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়। নোটিশ পাঠানো কোম্পানিগুলো হলো: মেঘনা কনডেন্স মিল্ক, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ এবং শাইনপুকুর সিরামিক।
জানা যায়, শেয়ারের অস্বাভাবিক দর বাড়ার কারণ জানতে চেয়ে সম্প্রতি ডিএসই কোম্পানিগুলোকে নোটিশ পাঠায়। এর জবাবে কোম্পানিগুলোর পক্ষ থেকে গত ২৫ আগস্ট পৃথক পৃথকভাবে জানানো হয়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই তাদের শেয়ার দর বাড়ছে।
বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২০
এসএমএকে/ওএইচ/