গাজীপুর: বন্যায় গাজীপুরের ৯ ইউনিয়ন ও একটি পৌরসভা এলাকার ৪০০ হেক্টর জমির ফসলের ক্ষতি হয়েছে। এতে এক হাজার ৫৫০ জন কৃষকের ধান ও সবজির ক্ষতি হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) গাজীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয় সূত্রে এ তথ্য জানা যায়।
জানা যায়, এ বছরের মতো বন্যা গত ২১ বছরেও হয়নি। এ বছরের বন্যায় গাজীপুরের বিভিন্ন এলাকায় শতশত ঘরবাড়ি পানিতে তলিয়ে যায়। এতে জনজীবনে নেমে আসে দুর্ভোগ ও ভোগান্তি। করোনা মহামারিতে বন্যাকবলিত এলাকার মানুষকে লড়াই করে বাঁচতে হয়েছে। এতে হাজার হাজার মানুষের ক্ষতি হয়। গাজীপুরে ৩টি উপজেলায় ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভা এলাকায় ৪০০ হেক্টর জমির ফসলের ক্ষতি হয়েছে। এতে এক হাজার ৫৫০ জন কৃষকের আমন ধান, আউশ ধান এবং সবজি নষ্ট হয়ে ৩ কোটি ৭৪ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে।
গাজীপুর সদর উপজেলার মির্জাপুর, কাউলতিয়া ও বাড়িয়া ইউনিয়ন, কালিয়াকৈর উপজেলার ঢালজোড়া, মধ্যপাড়া, সূত্রাপুর, ফুলবাড়িয়া এবং কালীগঞ্জ উপজেলার জামালপুর ও জাঙ্গালিয়া ইউনিয়ন এবং কালীগঞ্জ পৌরসভা এলাকায় কৃষকের এসব ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত ধান ও সবজির মধ্যে ‘ব্রি’ ধান ৩৩, ৪৮, ৪৯, ৫১,৭২, ৮৭ ও বিআর ২৬ জাতের ধান। সবজির মধ্যে পুঁইশাক, লালশাক, ডাটা ও পেঁপে বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হয়।
গাজীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মাহবুব আলম বাংলানিউজকে বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে তাদের সহযোগিতা করা হচ্ছে। গাজীপুরের ৩টি উপজেলার মধ্যে ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভা এলাকায় নিচু ফসলি জমি তলিয়ে কৃষকদের এ ক্ষতি হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২০
আরএস/ওএইচ/