পঞ্চগড়: পঞ্চগড়ে দেশের একমাত্র চতুদের্শীয় স্থলবন্দর (বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান) বাংলাবান্ধার ব্যবহার বাড়াতে নেপাল থেকে পাথর আমদানি চালুর বিষয়ে ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত বংশীধর মিশ্রার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পঞ্চগড় আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান খান বাবলা।
মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) দুপুরে ঢাকাস্থ নেপাল দূতাবাসে তাদের সাক্ষাৎ হয়।
বাবলা এ সময় বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আরো বাংলাদেশি পণ্য নেপালে রফতানির পাশাপাশি নেপাল থেকে বাংলাদেশে পাথর রফতানির প্রয়োজনীয়তা ও গুরুত্ব তুলে ধরেন।
মেহেদী হাসান খান বাবলা বাংলানিউজকে জানান, এর আগে বংশীধর মিশ্রা যখন পঞ্চগড় সফরে এসেছিলেন, তখন তার সঙ্গে এসব বিষয়ে আলোচনা হয়। এরই মধ্যে নেপাল সরকারের উচ্চ পর্যায়ে বাংলাদেশি ব্যবসায়ীদের পাথর আমদানির বিষয়টি প্রস্তাব আকারে উপস্থাপন করা হয়েছে বলে বংশীধর মিশ্রা আমাকে জানিয়েছেন। পাশাপাশি নেপাল সরকারও ভুটানের মতো বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য পাথর রফতানির দিকে এগুতে পারে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
নেপালের জন্য বৈদেশিক মুদ্রা অর্জন আর বাংলাদেশের মেগা প্রজেক্টগুলোতে পাথরের চাহিদার আলোকে এবং বাংলাবান্ধা স্থলবন্দরের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে নেপাল থেকে পাথর আমদানি চালুর বিষয়ে বিস্তারিত আলোচনাও হয় রাষ্ট্রদূতের সঙ্গে। বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে এখন বিপুল বাংলাদেশি পণ্য নেপালে রফতানি হয় বলেও তিনি জানান।
বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০২০
এসআই