ঢাকা: পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবায়েত-উল-ইসলামকে সিনিয়র সচিবের পদমর্যাদা দিয়েছে সরকার।
বুধবার (৯ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এক আদেশে জানায়, শিবলী রুবায়েত-উল-ইসলামকে কমিশনের চেয়ারম্যান পদে কর্মকালীন পর্যন্ত সরকারের সিনিয়র সচিবের পদমর্যাদা দেওয়া হলো।
২০১২ সালের ৯ জানুয়ারি সিনিয়র সচিব পদ চালু করে সরকার। মন্ত্রিপরিষদ সচিব এবং প্রধানমন্ত্রীর মুখ্যসচিবের পরেই সিনিয়র সচিবদের অবস্থান। বর্তমান বেতন কাঠামোতে মন্ত্রিপরিষদ সচিব ও প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এবং সিনিয়র সচিবদের জন্য বিশেষ স্কেল রাখা হয়েছে।
চলতি বছরের ১৭ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্সুরেন্স বিভাগের অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে বিএসইসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয় অর্থ মন্ত্রণালয়।
বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০২০
এমআইএইচ/ওএইচ/