দিনাজপুর: হিলি স্থলবন্দর পরিদশর্ন করে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেছেন রংপুর বিভাগীয় কমিশনার আব্দুল ওয়াহাব মিয়া।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে রংপুর বিভাগীয় কমিশনার আব্দুল ওয়াহাব মিয়া হিলি স্থলবন্দর পরিদর্শন করার পাশাপাশি কাস্টমস, মডেল মসজিদ পরিদর্শন করেন।
সেই সঙ্গে পানামা কর্তৃপক্ষ, শ্রমিক ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে বন্দরের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন তিনি।
উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) রাফিউল আলমে সভাপতিত্বে মতবিনিময় সভায় দিনাজপুর জেলা প্রশাসক মাহমুদুল আলম, কাস্টমস উপ-কমিশনার সাইদুল আলম, উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ, মেয়র জামিল হোসেন চলন্ত, পানামা হিলি পোর্টের পরিচালক প্রিন্স চৌধুরী, সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল আজিজসহ অনেকে উপস্থিত ছিলেন।
এছাড়া রংপুর বিভাগীয় কমিশনার হিলি স্থলবন্দর পরিদর্শন শেষে হিলি মডেল মসজিদের নির্মাণ কাজ পরিদর্শন করেন, উপজেলা পরিষদের পুকুরে পোনা মাছ ছাড়েন এবং উপজেলা পরিষদে আয়োজিত অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে এবং করোনায় ক্ষতিগ্রস্ত আদিবাসীদের মধ্যে খাদ্য সহায়তা ও ভাতার বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০২০
এসআই