বরিশাল: বরিশালেও শুরু হয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রি কার্যক্রম।
প্রথম দিন টাকা জমা দিয়ে পণ্য নিতে ডিলারদের কিছুটা বাড়তি সময় লেগেছে বলে জানিয়েছেন ডিলাররা।
টিসিবি সূত্রে জানা গেছে, বরিশাল মহানগরীতে ৫টি পয়েন্টে পণ্য বিক্রি শুরু হয়। যেখানে পেঁয়াজ, ডাল, চিনি ও তেল এই ৪টি পণ্য বিক্রি করা হচ্ছে।
বরিশাল বিভাগে মোট ২০টি পয়েন্টে এক যোগে এই পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন টিসিবির বরিশাল অঞ্চলের অফিস প্রধান আয়শা বেগম।
বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২০
এমএস/এএটি