ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

১৬৫ কোটি টাকা ব্যয়ে ১ লাখ এসপিসি পোল কিনবে সরকার

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২০
১৬৫ কোটি টাকা ব্যয়ে ১ লাখ এসপিসি পোল কিনবে সরকার ফাইল ফটো

ঢাকা: পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ১ লাখ ২ হাজার ৭২০টি এসপিসি পোল ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি থেকে ১৬৪ কোটি ৮৭ লাখ ৯৮ হাজার ৪০ টাকা ব্যয়ে এসব এসপিসি পোল কিনবে সরকার।

 

বুধবার (১৬ সেপ্টেম্বর) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চ্যুয়াল সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভায় কমিটির সদস্য, মন্ত্রিসভা পরিষদের সিনিয়র সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব নাসিমা বেগম সাংবাদিকদের জানান, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নারায়ণগঞ্জ জেলার জালকুড়ি এলাকায় ৬ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প স্থাপনের জন্য কনসোর্টিয়াম অব এনভায়রনমেন্ট টেকনোলজি, এভারব্রাইট এনভায়রনমেন্ট প্রোটেকশন টেকনোলজি ইক্যুপমেন্ট এবং এসএবিএস সিন্ডেকেটেরর সঙ্গে ২০ বছরের মেয়াদের চুক্তি সম্পাদনের অনুমোদন দেওয়া হয়। এতে ২০ বছর মেয়াদে চুক্তিবদ্ধ প্রতিষ্ঠানকে আনুমানিক ১ হাজার ৬৬৫ কোটি ৪৮ লাখ  টাকা পরিশোধ করতে হবে।

শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) কাফকো, বাংলাদেশ থেকে ৩০ হাজার মে. টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার ৬৬ কোটি ৯২ লাখ ৯৯ হাজার ৮১২ টাকায় কেনার অনুমোদন দেওয়া হয়।

সভায় অনুমোদিত অন্য প্রস্তাবগুল হলো: শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের অধীন ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল)-এর জন্য ৩০ হাজার মে. টন ফসফরিক অ্যাসিড আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ৮৭ কোটি ৫৯ লাখ ১৯ হাজার ৪৫০ টাকা।

জনপথ অধিদপ্তরের ‘কুড়িগ্রাম (দাসেরহাট)-নাগেশ্বরী-ভুরুঙ্গামারী-সোনাহাট স্থলবন্দর সড়ককে জাতীয় মহাসড়কে উন্নীতকরণ’ প্রকল্পে পূর্ত কাজ সম্পাদনে সর্বোচ্চ স্কোর অর্জনকারী দরদাতা প্রতিষ্ঠান স্পেকট্রা ইঞ্জিনিয়ারিং ও রানা বিল্ডার্স এর ক্রয় প্রস্তাব অনুমোদন করা হয়। এতে ব্যয় হবে ১৪৫ কোটি ৬৩ লাখ ৫৭ হাজার ৪৪১ টাকা। পূর্ত কাজগুলো হলো- ১২ দশমিক ২৮৯ কিমি. ফ্লেক্সিবল পেভমেন্ট, ১ কিমি রিজিভ পেভমেন্ট, আরসিসি সেতু ৩টি, আরসিসি বক্স কালভার্ট ১টি, মাটির কাজ, হার্ডসোল্ডার, আরসিসি সসার ড্রেন, ক্রস ড্রেন, ব্রিক টো-ওয়াল, বাস-বে, ইন্টারসেকশন, সাইন, সিগন্যাল, রোড মার্কিং ইত্যাদি নির্মাণ।

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২০ 
জিসিজি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।