ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

প্রণোদনার ঋণ বিতরণে এগিয়ে রূপালী, পিছিয়ে জনতা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০২ ঘণ্টা, অক্টোবর ৭, ২০২০
প্রণোদনার ঋণ বিতরণে এগিয়ে রূপালী, পিছিয়ে জনতা ...

ঢাকা: কৃষিখাতে করোনা ভাইরাসের কারণে সৃষ্ট ক্ষতি কাটিয়ে ওঠার জন্য সরকার ঘোষিত প্রণোদনা তহবিল থেকে রাষ্ট্রায়ত্ত ছয় বাণিজ্যিক ব্যাংক ১৩১ কোটি ৩৯ লাখ টাকার ঋণ বিতরণ করেছে। কৃষি ঋণ বিতরণে এগিয়ে রয়েছে রূপালী ব্যাংক এবং সবচেয়ে কম ঋণ বিতরণ করেছে জনতা ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য উল্লেখ করা হয়েছে।

জানা গেছে, রাষ্ট্রীয় মালিকানাধীন ছয়টি বাণিজ্যিক ব্যাংকের বিতরণের লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে ৫৩৭ কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি বিতরণের লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে সোনালী ব্যাংককে ২০৯ কোটি টাকা, অগ্রণী ব্যাংক ১২৪ কোটি টাকা, জনতা ব্যাংক ১২০ কোটি টাকা, রূপালী ব্যাংক ৫২ কোটি টাকা, বেসিক ব্যাংক ২৯ কোটি টাকা, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক ৩ কোটি টাকা।

প্রতিবেদনে বলা হয়েছে, ৩০ সেপ্টেম্বর পর্যন্ত লক্ষ্যমাত্রার ৮৬ দশমিক ৭২ শতাংশ ৪৫ কোটি ৯ লাখ টাকা বিতরণ করেছে রূপালী ব্যাংক, বাংলাদেশ ডেভলপমেন্ট ব্যাংক লিমিটেড ৫১ দশমিক ২০ শতাংশ বা ১ কোটি ৫৪ লাখ টাকা, অগ্রণী ব্যাংক ২৫ দশমিক ২০ শতাংশ বা ৩১ কোটি ২৫ লাখ টাকা, সোনালী ব্যাংক ২৪ দশমিক ৫৪ শতাংশ বা ৫১ কোটি ২৮ লাখ টাকা, বেসিক ব্যাংক ৬ দশমিক ৮৬ শতাংশ বা ১ কোটি ৯৯ লাখ টাকা এবং জনতা ব্যাংক ৩ দশমিক ২০ শতাংশ বা ২৪ লাখ টাকার কৃষি ঋণ বিতরণ করেছে।

বিশেষায়িত বাংলাদেশ কৃষি ব্যাংক বিতরণ করেছে ৯৫৬ কোটি ৪২ লাখ টাকা ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক বিতরণ করেছে ৩২১ কোটি ১৫ লাখ টাকা।

করোনাভাইরাসের কারণে সৃষ্ট আর্থিক সংকট মোকাবিলায় কৃষিখাতের জন্য গঠিত ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রায় ৭৯ হাজার কৃষক ঋণ পেয়েছেন। একই সময়ে ব্যাংকগুলো বিতরণ করেছে ১ হাজার ৮৬৮ কোটি ৭০ লাখ টাকা।

চলতি বছরের ১২ এপ্রিল সরকারি বাসভবন গণভবন থেকে খুলনা ও বরিশাল বিভাগের ১৬টি জেলার সরকারি কর্মকর্তাদের সাথে ভিডিও কনফারেন্সে বক্তব্য দেওয়ার সময় ৫ হাজার কোটি টাকার বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ তহবিলের অর্থ গ্রামাঞ্চলের পোল্ট্রি ও দুগ্ধ খাতসহ ক্ষুদ্র ও মাঝারি কৃষকদের মাঝে ৫ শতাংশ সুদে বিতরণ করার ঘোষণা দেন প্রধানমন্ত্রী। একদিন পরে বাংলাদেশ ব্যাংক একটি প্রজ্ঞাপন জারি করে কৃষিখাতে প্রণোদনা ঋণের সুদ ৪ শতাংশ নির্ধারণ করে দিয়েছে।

চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ঋণ বিতরণের সময়সীমা নির্ধারণ করা হলেও বিতরণ কার্যক্রম সন্তুষ্ট না হওয়ায় প্যাকেজের পুরো অর্থ বিতরণের সময় ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করেছে বাংলাদেশ ব্যাংক।

প্রতিবেদনে বলা হয়েছে, সরকারি-বেসরকারি ৪৩টি ব্যাংকের মাধ্যমে ৪ হাজার ৪০৩ কোটি টাকার ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এর মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকগুলো বিতরণ করেছে ১ হাজার ৪০৮ কোটি ৯৬ লাখ টাকা। ৩৫টি বেসরকারি-বেসরকারি ব্যাংক বিতরণ করেছে ৪৫৯ কোটি ৭৪ লাখ টাকা। ঋণ পেয়েছেন ৭৮ হাজার ৫২৬ কৃষক।

বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০২০
এসই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।