ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সিটি ব্যাংক-ওয়ার্ল্ডফিশের চুক্তি

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৪ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২০
সিটি ব্যাংক-ওয়ার্ল্ডফিশের চুক্তি

ঢাকা: বাংলাদেশে মৎস্য খাতের সার্বিক অগ্রগতিতে আর্থিক সাক্ষরতা ও ঋণপ্রাপ্তির বিষয়টি বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এ চ্যালেঞ্জ মোকাবিলায় সিটি ব্যাংকের এসএমই-স্মল ও মাইক্রোফিন্যান্স ব্যবসা এবং ইউএসএআইডির অর্থায়নে ও ওয়ার্ল্ডফিশের বাস্তবায়নে ‘ফিড দ্য ফিউচার বাংলাদেশ অ্যাকুয়াকালচার অ্যান্ড নিউট্রিশন অ্যাক্টিভিটি’ বাংলাদেশের মৎস্য খাতে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের জন্য বিভিন্ন ধরনের ঋণের মাধ্যমে আর্থিক সাক্ষরতা ও প্রাপ্তি সহজ করতে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত করেছে।



এ ঋণ মৎস্য খাতে সংশ্লিষ্ট ব্যবসা পরিচালনা সহজ করবে এবং আর্থিক সাক্ষরতা ব্যবসায় দক্ষতা বাড়াতে সহায়ক হবে। বাংলাদেশের যশোর, খুলনা, বরিশাল, কুষ্টিয়া ও ফরিদপুর জেলায় এ প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।

বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২০
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।